শহরের একটি রাস্তার নাম প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নামে করার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 

Last Updated:

মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন, "ববিকে বলব, প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিতে শহরের একটি রাস্তার নামকরণ করতে। একটি পার্কের নামকরণও যদি করা যায় দেখতে হবে।"

Mamata Banerjee asks to name a road on late Pranab Mukherjee's name
Mamata Banerjee asks to name a road on late Pranab Mukherjee's name
#কলকাতা:  পুজো আসতেই দাদা-বোনের সম্পর্ক আর একবার মনে করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের  নামে কলকাতায় রাস্তা তৈরির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ার সন্ধ্যায় কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের পাড়ার পুজো, চেতলা অগ্রণীর দুর্গাপুজো উদ্বোধনে যান মমতা। সেখানেই শহর কলকাতার মেয়র ফিরহাদকে এই নির্দেশ দিয়েছেন।
সেখানে মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন, "ববিকে বলব, প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিতে শহরের একটি রাস্তার নামকরণ করতে। একটি পার্কের নামকরণও যদি করা যায় দেখতে হবে।" প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক নানা ওঠাপড়ার মধ্য দিয়ে গিয়েছে। কংগ্রেসে থাকাকালীন একাধিক বিষয়ে প্রণব বাবুর সঙ্গে তাঁর মতবিরোধের কথা শোনা যায়। নিজের আত্মজীবনীতেও মমতার নানা কথা উল্লেখ করেছেন প্রণব মুখোপাধ্যায়। নিজের বই 'দ্য কোয়ালিশন ইয়ার্স'-এ মমতাকে 'জন্ম থেকে বিদ্রোহী' হিসেবে উল্লেখ করেন প্রয়াত রাষ্ট্রপতি।
advertisement
advertisement
তবে মমতার ব্যক্তিত্ব এমনই যে তা ভাষায় ব্যাখ্যা করা অথবা উপেক্ষা করা, দু'টোই অসম্ভব বলে লেখেন তিনি মমতা যে জায়গায়, নির্ভীক চিত্তে লড়াই করেই সেখানে পৌঁছেছেন বলেও বইয়ে উল্লেখ করেছিলেন প্রণব মুখোপাধ্যায়। রাজনৈতিক ক্ষেত্রে দূরত্ব তৈরি হলেও, প্রণব মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে কখনও কার্পণ্য করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে তাঁকে অভিভাবক হিসেবে উল্লেখ করেছিলেন তিনি। শ্রদ্ধা জানাতে গিয়ে লিখেছিলেন, 'গভীর দুঃখের সঙ্গে আজ লিখতে হচ্ছে। ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায় আমাদের ছেড়ে চলে গিয়েছেন। একটা যুগের অবসান ঘটল। যুগ যুগ ধরে অভিভাবক স্বরূপ ছিলেন উনি। প্রথম বার সাংসদ নির্বাচিত হওয়া থেকে সংসদের সতীর্থ, ওঁর রাষ্ট্রপতি হওয়া থেকে আমার মুখ্যমন্ত্রী হওয়া, কত শত স্মৃতি রয়েছে।  দিল্লি গেলে প্রণবদার সঙ্গে দেখা না করার কথা ভাবতেই পারতাম না। রাজনীতি থেকে অর্থনীতি, সব ক্ষেত্রে বিদগ্ধ ছিলেন উনি। চিরকাল ওঁর কাছে কৃতজ্ঞ থাকব। ওঁর অভাব বোধ করব।’’
advertisement
এই গল্প বারবার উঠে আসে মমতা বন্দোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে। শুধু তাই নয়, ১৯৮৪ সালে যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিএম-এর সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মমতার জয়ের কথাও বইয়ে উল্লেখ করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি। তিনি লিখেছিলেন, "মমতার জয় ছিল অভাবনীয়। অপ্রতিরোধ্য হিসেবে উঠে আসেন মমতা। তার পরবর্তী রাজনৈতিক জীবনে বরাবর কঠিন লড়াইয়ের মুখে পড়েছেন মমতা। সাহসের সঙ্গেই তার মোকাবিলা করেছেন এবং প্রত্যেক কঠিন পরিস্থিতিকে সুযোগ হিসেবে কাজে লাগিয়েছেন।" বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রণব মুখোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা চলছে রাজনীতির অন্দরে৷ সেখানেই প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিতে দ্রুত রাস্তার নামকরণ নিয়েও জোর চর্চা শুরু হয়েছে।
advertisement
 ABIR GHOSHAL
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শহরের একটি রাস্তার নাম প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নামে করার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement