Weather Update: ১০ রাজ্যে জমিয়ে বৃষ্টির পূর্বাভাস, কলকাতা সহ পশ্চিমবঙ্গের লেটেস্ট ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
কলকাতার মতো দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে৷ উত্তরবঙ্গের জেলাগুলিতেও মাঝারি বৃষ্টিপাত হবে৷
advertisement
এছাড়াও ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর অবধি অসম. মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ভারী বৃষ্টির সম্ভবনা জারি৷ গত রবিবার নিজেদের ওয়েদার আপডেটে আইএমডি জানিয়েছে আগামী ৫ দিনের উত্তর পশ্চিম আর মধ্য ভারতের সমতল এলাকায় কম বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ অন্যদিকে হিমালয়ের পাদদেশ এবং পশ্চিমবঙ্গে ২৫ থেকে ২৮ তারিখ অবধি মাঝারি বৃষ্টি়র পূর্বাভাস জারি করেছে৷
advertisement
অন্যদিকে ওড়িশাতে ২৭ সেপ্টেম্বর মাঝারি বৃষ্টির সম্ভবনা জারি রয়েছে৷ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সপ্তাহান্তে দিল্লি ও তার আশপাশ দিয়ে ফিরবে৷ এদিকে ২৪ ঘণ্টা পরে রাজস্থানে অ্যান্টি সাইক্লোন প্রণালী তৈরি হবে৷ যার জেরে রাজস্থান , পঞ্জাব , হরিয়ানা ও দিল্লিতে জোরে হাওয়া বইবে৷ যাতে তাপমাত্রা এক ধাক্কায় বেশ খানিকঅসটা কমে যাবে৷
advertisement
advertisement
advertisement
advertisement