জেলার বিভিন্ন ব্লক থেকে হস্তশিল্পীরা তাঁদের হাতের তৈরি সামগ্রী এনে প্রদর্শনী এবং বিক্রি করছেন এই মেলায়। এক হস্তশিল্পী সাগরী দাস জানান, “১০০ থেকে শুরু করে হাজার টাকা দামের পর্যন্ত হাতের তৈরি সামগ্রী রয়েছে এই মেলায়। জেলা বিভিন্ন প্রান্তের মহিলা এবং পুরুষ হস্তশিল্পীরা এখানে এসে তাদের হাতের তৈরি সামগ্রী এনে বিক্রি এবং প্রদর্শনী করছেন। সারা বছর মার্কেট বাজারের পাশাপাশি এই মেলাগুলোতে নিজেদের সামগ্রী বিক্রি করি। ভাল টাকা রোজগার হয়ে যায়।”
advertisement
আরও পড়ুন: বেতন ৩০ হাজার, পরীক্ষা ছাড়াই চাকরি! মালদহে কপাল খুলল ১০৩ চাকরিপ্রার্থীর, সুযোগ পেতে পারেন আপনিও
হস্তশিল্প দফতরের আধিকারিক আকাশ শ্রীবাস্তব জানান, মূলত হস্তশিল্পীদের হাতে তৈরি সামগ্রীকে বর্তমান সমাজে গ্রহণযোগ্য এবং ব্যবহারে আগ্রহী করে তুলতে মেলা ও প্রদর্শনীর মাধ্যমে মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। খাঁটি এবং জৈব সামগ্রী ব্যবহারে মানুষকে সচেতন করতে তাঁদের এই উদ্যোগ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
১০ দিনব্যাপী এই মেলায় আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। যেখানে বাউল, লোকসংস্কৃতি, গম্ভীরা, নৃত্য পরিবেশন ইত্যাদি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মেলা চত্বরে। জেলার হস্তশিল্পীদের উন্নয়নের লক্ষ্যে হস্তশিল্প দফতরের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার হস্তশিল্পীরা। এই মেলায় এলে নানা ধরণের জিনিসপত্র কেনার সুযোগের পাশাপাশি মন ভাল করার বিভিন্ন বন্দোবস্তও রয়েছে।





