TRENDING:

Bank Holidays: আগামী মাসে ২১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! জরুরি কাজ থাকলে এখুনি সেরে রাখুন

Last Updated:

রিজার্ভ ব্যাঙ্ক প্রতি মাসের জন্য ব্যাঙ্কের ছুটির লিস্ট জারি করে থাকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অক্টোবর মাসে দেশজুড়ে উৎসবের মরশুম শুরু হতে চলেছে ৷ আগামী মাসে দুর্গা পুজো, দশেরা, দীপাবলি, ছট পুজো-সহ একাধিক উৎসব পালন করা হয় এই সময় ৷ এর জেরেই অক্টোবর মাসে একাধিক দিন ছুটি রয়েছে ৷ অক্টোবর মাসে মাত্র ৯ দিন ব্যাঙ্কের কাজ হবে, ২১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ আপনার যদি ব্যাঙ্কের কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকে তাহলে দেরি না করে এখুনি নিকটবর্তী শাখায় গিয়ে সেরে ফেলুন ৷
advertisement

রিজার্ভ ব্যাঙ্ক প্রতি মাসের জন্য ব্যাঙ্কের ছুটির লিস্ট জারি করে থাকে ৷ অক্টোবরের জন্য জারি আরবিআই-এর ছুটির লিস্টে বেশ কয়েকটা জাতীয় ছুটি রয়েছে, যেদিনগুলি গোটা দেশে বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা ৷ আবার বেশ কিছু স্থানীয় ছুটি রয়েছে ৷ সাধারণত উৎসব ও গুরুত্বপূর্ণ দিন হিসেবে আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা দিন ছুটি থাকে ৷

advertisement

আরও পড়ুন: আরও একটি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করে দিল RBI,এখানে আপনার অ্যাকাউন্ট রয়েছে কি?

ছুটির দিনে খোলা অনলাইন পরিষেবা -

ব্যাঙ্কের অধিকতম পরিষেবা অনলাইন পাওয়া যাবে ৷ মোবাইল ব্যাঙ্কিং ও নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এখন গ্রাহকরা একাধিক কাজ বাড়িতে বসেই করতে পারবেন ৷ কিন্তু এরকম একাধিক কাজ রয়েছে যা ব্যাঙ্কের শাখায় গিয়েই করতে হয় ৷ সে ক্ষেত্রে ব্যাঙ্কের ছুটি কবে কবে রয়েছে সেটা জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ না হলে ব্যাঙ্কে গিয়ে খালি হাতে ফিরতে হতে পারে ৷

advertisement

আরও পড়ুন:  একাধিক রাজ্যে অনেকটাই বদলাল পেট্রোল ও ডিজেলের দাম, দেখে নিন কলকাতায় কত হল

অক্টোবর মাসে ব্যাঙ্কের ছুটির লিস্ট

১ অক্টোবর- ব্যাঙ্কের অর্ধবার্ষিক ক্লোজিং

২ অক্টোবর- রবিবার ও গান্ধি জয়ন্তীর ছুটি

৩ অক্টোবর- মহাঅষ্টমী (দুর্গাপুজো), (আগরতলা, ভুবনেশ্বর, গুয়াহাটি, ইম্ফল, কলকাতা, পটনা, রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে )

৪ অক্টোবর- মহানবমী/শ্রীমন্ত শঙ্করদেবের জন্মোৎসব (আগরতলা, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, গুয়াহাটি, কলকাতা, চেন্নাই, গ্যাংটক, কানপুর, কোচি, লখনউ, পটনা, রাঁচি, শিলং, তিরুঅন্ততপুরম ছুটি থাকবে )

advertisement

৫ অক্টোবর- দুর্গাপুজো/দশেরা (বিজয় দশমী) (গোটা দেশে ছুটি থাকবে )

৬ অক্টোবর- দুর্গাপুজো (ব্যাঙ্কের ছুটি থাকবে )

৭ অক্টোবর- দুর্গাপুজো (দুর্গাপুজো, গ্যাংটকে বন্ধ থাকবে ব্যাঙ্ক)

৮ অক্টোবর- দ্বিতীয় শনিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক

৯ অক্টোবর- রবিবার

১৩ অক্টোবর- করওয়া চৌথ (শিমলায় বন্ধ থাকবে ব্যাঙ্ক)

১৪ অক্টোবর- ইদ-এ-মিলাদ-ওল-নবী (জম্মু-শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক)

advertisement

২২ অক্টোবর- চতুর্থ শনিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক

২৩ অক্টোবর- রবিবার

২৪ অক্টোবর- কালী পুজো, দীপাবলি, নরক চতুর্থী (গ্যাংটক, ইম্ফল ও হায়দরাবাদ ছাড়া বন্ধ থাকবে ব্যাঙ্ক)

২৫ অক্টোবর- লক্ষ্মী পুজো, দীপাবলি, গোবর্ধন পুজো (গ্যাংটক, হায়দরাবাদ ও ইম্ফল, জয়পুরে ছুটি থাকবে ব্যাঙ্ক )

২৬ অক্টোবর- গোবর্ধন পুজো/ভাইদুজ (আহমেদাবাদ, বেঙ্গালুরু, দেরাদুন, গ্যাংটক, জম্মু, কানপুর, লখনউ, মু্ম্বই, নাগপুর, সিমলা, শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক)

২৭ অক্টোবর- গ্যাংটক, ইম্ফল, কানপুর ও লখনউতে বন্ধ থাকবে ব্যাঙ্ক

৩০ অক্টোবর- রবিবার

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

৩১ অক্টোবর- ছট পুজো (আহমেদাবাদ, রাঁচি ও পটনাতে বন্ধ থাকবে ব্যাঙ্ক )

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank Holidays: আগামী মাসে ২১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! জরুরি কাজ থাকলে এখুনি সেরে রাখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল