Petrol Diesel Prices : একাধিক রাজ্যে অনেকটাই বদলাল পেট্রোল ও ডিজেলের দাম, দেখে নিন কলকাতায় কত হল

Last Updated:
চার মহানগরে কত হল পেট্রোল ও ডিজেলের দাম ? দেখে নিন এখানে ৷
1/5
গত ২৪ ঘণ্টায় গ্লোবাল মার্কেটে অশোধিত তেলের দামে বিরাট কোনও পরিবর্তন হয়নি ৷ তবে দেশের বাজারে শুক্রবার সকালে সরকারি তেল সংস্থাগুলির তরফে জারি পেট্রোল ও ডিজেলের দামে বেশ অনেকটাই বদল দেখা গিয়েছে ৷ উত্তরপ্রদেশে যেখানে দাম কমেছে বিহারে সেখানে আবার দাম বেড়েছে জ্বালানির ৷
গত ২৪ ঘণ্টায় গ্লোবাল মার্কেটে অশোধিত তেলের দামে বিরাট কোনও পরিবর্তন হয়নি ৷ তবে দেশের বাজারে শুক্রবার সকালে সরকারি তেল সংস্থাগুলির তরফে জারি পেট্রোল ও ডিজেলের দামে বেশ অনেকটাই বদল দেখা গিয়েছে ৷ উত্তরপ্রদেশে যেখানে দাম কমেছে বিহারে সেখানে আবার দাম বেড়েছে জ্বালানির ৷
advertisement
2/5
দেশের রাজধানী-সহ চার মহানগরে এদিনও পেট্রোল ও ডিজেলের দাম স্থির রয়েছে ৷ অবশ্য, উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ (নয়ডা-গ্রেটার নয়ডা) এলাকায় পেট্রোলের দাম ১৪ পয়সা কমে প্রতি লিটারে ৯৬.৬৫ টাকা হয়েছে ৷ ডিজেলের দাম ১৪ পয়সা কমে লিটারপিছু ৮৯.৮২ টাকা হয়েছে ৷ অন্যদিকে আবার বিহারের পটনায় পেট্রোলের দাম ৮৮ পয়সা বেড়ে প্রতি লিটারে ১০৮.১২ টাকা হয়েছে, ডিজেলের দাম ৮২ পয়সা বেড়ে হয়েছে ৯৪.৮৬ টাকা ৷ গত ২৪ ঘণ্টায় ব্রেন্ট ক্রুডের দাম প্রায় এক ডলার বেড়ে প্রতি ব্যারেলে ৯০.৫০ ডলার হয়েছে ৷ WTI এর দাম ১ ডলার বেড়ে প্রতি ব্যারেলে ৮৩.৬৫ ডলার হয়েছে ৷
দেশের রাজধানী-সহ চার মহানগরে এদিনও পেট্রোল ও ডিজেলের দাম স্থির রয়েছে ৷ অবশ্য, উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ (নয়ডা-গ্রেটার নয়ডা) এলাকায় পেট্রোলের দাম ১৪ পয়সা কমে প্রতি লিটারে ৯৬.৬৫ টাকা হয়েছে ৷ ডিজেলের দাম ১৪ পয়সা কমে লিটারপিছু ৮৯.৮২ টাকা হয়েছে ৷ অন্যদিকে আবার বিহারের পটনায় পেট্রোলের দাম ৮৮ পয়সা বেড়ে প্রতি লিটারে ১০৮.১২ টাকা হয়েছে, ডিজেলের দাম ৮২ পয়সা বেড়ে হয়েছে ৯৪.৮৬ টাকা ৷ গত ২৪ ঘণ্টায় ব্রেন্ট ক্রুডের দাম প্রায় এক ডলার বেড়ে প্রতি ব্যারেলে ৯০.৫০ ডলার হয়েছে ৷ WTI এর দাম ১ ডলার বেড়ে প্রতি ব্যারেলে ৮৩.৬৫ ডলার হয়েছে ৷
advertisement
3/5
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম  দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা  মুম্বই- পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা  চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা  কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা মুম্বই- পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা
advertisement
4/5
অন্যান্য শহরে জ্বালানির দাম  নয়ডা- পেট্রোল ৯৬.৬৫ টাকা, ডিজেল ৮৯.৮২ টাকা  গাজিয়াবাদ- পেট্রোল ৯৬.২৬ টাকা, ডিজেল ৮৯.৪৫ টাকা  লখনউ- পেট্রোল ৯৬.৫৭ টাকা, ডিজেল ৮৯.৭৬ টাকা  পটনা- পেট্রোল ১০৮.১২ টাকা, ডিজেল ৯৪.৮৬ টাকা  পোর্টব্লেয়ার- পেট্রোল ৮৪.১০ টাকা, ডিজেল ৭৯.৭৪ টাকা
অন্যান্য শহরে জ্বালানির দাম নয়ডা- পেট্রোল ৯৬.৬৫ টাকা, ডিজেল ৮৯.৮২ টাকা গাজিয়াবাদ- পেট্রোল ৯৬.২৬ টাকা, ডিজেল ৮৯.৪৫ টাকা লখনউ- পেট্রোল ৯৬.৫৭ টাকা, ডিজেল ৮৯.৭৬ টাকা পটনা- পেট্রোল ১০৮.১২ টাকা, ডিজেল ৯৪.৮৬ টাকা পোর্টব্লেয়ার- পেট্রোল ৮৪.১০ টাকা, ডিজেল ৭৯.৭৪ টাকা
advertisement
5/5
advertisement
advertisement
advertisement