আরও একটি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করে দিল RBI, এখানে আপনার অ্যাকাউন্ট রয়েছে কি ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
ব্যাঙ্কের কাছে পর্যাপ্ত পুঁঞ্জি না থাকার কারনে ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক ৷
#নয়াদিল্লি: আরও একটি কো-অপারেটিভ ব্যাঙ্কের জন্য বড় ধাক্কা ৷ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এবার বাতিল করল মহারাষ্ট্রের দ্য লক্ষ্ণী কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের (The Laxmi Co-operative Bank Limited) লাইসেন্স ৷ ব্যাঙ্ককে পাঠানো নোটিসে অ্যাকাউন্ট হোল্ডার্সদের ৫ লক্ষ টাকা পর্যন্ত ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷
আরবিআই-এর নোটিসের পর এবার লক্ষ্ণী কো-অপারেটিভ ব্যাঙ্ক আর কোনও লেনদেন বা আর্থিক কাজকর্ম করতে পারবেন না ৷ আরবিআই-এর তরফে জারি বয়ানে বলা হয়েছে প্রত্যেক জমাকর্তা DICGC অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী, বিমা ও ক্রেডিট গ্যারেন্টি হিসেবে ৫ লক্ষ টাকা পর্যন্ত ফেরত পেতে পারেন ৷
advertisement
advertisement
লাইসেন্স বাতিল করার কারন-
ব্যাঙ্কের কাছে পর্যাপ্ত পুঁঞ্জি না থাকার কারনে ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক ৷ কেন্দ্রীয় ব্যাঙ্ক তাদের বয়ানে জানিয়েছে, ‘লক্ষ্ণী কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের লাইসেন্স বাতিল করা হয়েছে, কারণ তাদের কাছে পর্যাপ্ত পুঁঞ্জি নেই ৷
ব্যাঙ্ক দেউলিয়া হয়ে গেলেও গ্রাহকরা ৫ লক্ষ টাকা পর্যন্ত ফেরত পেতে পারেন
DICGC ইনস্যুরেন্স স্কিম অনুযায়ী, ব্যাঙ্কে জমা ৫ লক্ষ টাকা পর্যন্ত ইনস্যুরেন্স পাওয়া যায় ৷ এই কারনেই ব্যাঙ্কে ডুবে গেলে বা বা লাইসেন্স বাতিল হয়ে গেলে গ্রাহকরা ৫ লক্ষ টাকা পর্যন্ত ফেরত পেতে পারেন ৷
advertisement
এর আগে বৃহস্পতিবার তালা লেগে গিয়েছে পুণের রুপি সহকারি ব্যাঙ্কে (Rupee Co-operative Bank Ltd) ৷ ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে ব্যাঙ্কের সমস্ত পরিষেবা ৷ রিজার্ভ ব্যাঙ্কে নিয়মাবলী মেনে না চলায় গত মাসেই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করে দিয়েছিল আরবিআই ৷ রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছিল রুপি সহকারি ব্যাঙ্কের কাছে পর্যাপ্ত পুঞ্জি এবং আগামী দিনে আয়ের সম্ভাবনা প্রায় নেই ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 23, 2022 8:31 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আরও একটি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করে দিল RBI, এখানে আপনার অ্যাকাউন্ট রয়েছে কি ?