TRENDING:

New Business Idea: চাকরি ছেড়ে শুরু করুন এই ব্যবসা, আয় করবেন ১৫ লক্ষ টাকা !

Last Updated:

গ্রাম থেকে শহর সব জায়গায় এই প্রোডাক্টের চাহিদা রয়েছে তুঙ্গে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: চাকরি থেকে মন উঠে গিয়েছে ? অন্য কিছু করার ভাবছেন ? তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুণ বিজনেস প্ল্যান (Business Idea) যার মাধ্যমে লকডাউনে হতে পারবেন মালামাল ৷ গ্রাম থেকে শহর সব জায়গায় এই প্রোডাক্টের চাহিদা রয়েছে তুঙ্গে ৷ টমেটো চাষ করে আপনি সহজেই মোটা টাকা আয় করতে পারবেন ৷
advertisement

আরও পড়ুন: প্রকাশ্যে এল মিড সাইজ সেডান স্কোডা স্লাভিয়া, আকর্ষণীয় ফিচারযুক্ত এই গাড়ি মিলবে মাত্র ১১,০০০ টাকায়!

এক হেক্টর জমিতে ৮০০-১২০০ ক্যুইন্টাল টমেটো চাষ করা যাবে ৷ জায়গা অনুযায়ী উৎপাদন আলাদা আলাদা হয়ে থাকে ৷ ধরে নিন গড় টমেটো যদি ১৫ টাকা কিলো হিসেবে বিক্রি হয় তাহলে ১০০০ ক্যুইন্টাল বিক্রি করে ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করা যেতে পারে ৷

advertisement

আরও পড়ুন: লাগতে পারে ঝটকা, আগামী বছর থেকে বাড়তে চলেছে লাইফ ইনস্যুরেন্সের প্রিমিয়ামের মূল্য!

কীভাবে টমেটো চাষ করবেন ?

টমেটো সাধারনত বছরে দু’বার চাষ করা হয় ৷ একটি জুলাই-অগাস্টে শুরু করে ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত করা হয় ৷ দ্বিতীয়টি নভেম্বর-ডিসেম্বর থেকে শুরু করে জুন-জুলাই পর্যন্ত চলতে থাকে ৷ টমেটো চাষের প্রথম বীজ নার্সারিতে তৈরি করা হয় ৷ প্রায় একমাসের মধ্যে নার্সারির টমেটো গাছ চাষের জমিতে লাগানোর জন্য তৈরি হয়ে যায় ৷ এক হেক্টর জমিতে প্রায় ১৫,০০০ গাছ লাগানো হয় ৷ চাষ করার প্রায় ২-৩ মাস পর গাছে ফল আসতে শুরু করে ৷ টমেটোর চাষ ৯-১০ মাস পর্যন্ত চলতে পারে ৷

advertisement

আরও পড়ুন: ব্যবসা বিস্তার করছে জোম্যাটো, গ্রোফার্স-এ ৫০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা!

কত টাকা আয় করবেন ?

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

বিজ থেকে শুরু করে সমস্ত খরচা মিলিয়ে ২.৫ লক্ষ টাকা থেকে ৩ লক্ষ টাকা হয় ৷ এর মধ্যে ৪০,০০০ থেকে ৫০,০০০ টাকার বীজ, প্রায় ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকার তার, ৪০,০০০ থেকে ৪৫,০০০ টাকার বাঁশ, ২০,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকার মালচিং পেপার ও লেবার জন্য খরচ করতে হয় ৷ এক একর জমিতে ৩০০- ৫০০ ফলন হয়ে থাকে ৷ অর্থাৎ এক হেক্টরে ৮০০-১২০০ ক্যুইন্টাল ফলন হয়ে থাকে ৷ ১৫ টাকা কিলো হিসেবে বিক্রি করলে ১০০০ ক্যুইন্টালে ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: চাকরি ছেড়ে শুরু করুন এই ব্যবসা, আয় করবেন ১৫ লক্ষ টাকা !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল