ব্যবসা বিস্তার করছে জোম্যাটো, গ্রোফার্স-এ ৫০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা!

Last Updated:

গ্রোফার্স এবং জোম্যাটো-র প্রস্তাবিত চুক্তি ক্যুইক কমার্স সেগমেন্টের বড় খেলোয়াড় সুইগি (Swiggy)-সহ অন্যান্য সমস্ত সংস্থাগুলিকে টেক্কা দেবে বলে অনুমান করা হচ্ছে।

 #কলকাতা: অনলাইন ফুড ডেলভারি সংস্থা জোম্যাটো (Zomato) এ বার ক্যুইক কমার্স (q-commerce) মার্কেটে বিনিয়োগ করে তাদের ব্যবসা আরও বাড়ানোর পরিকল্পনা করছে। অনলাইন গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম গ্রোফার্সে (Grofers) ৫০০ মিলিয়ন মার্কিন ডলার লগ্নি করে এই সংস্থা q-কমার্সের দৌড়ে অংশগ্রহণ করবে বলে জানা গিয়েছে। এই বিনিয়োগ নিয়ে গ্রোফার্স এবং জোম্যাটো কোম্পানির মধ্যে বেশ কয়েক দিন ধরেই নিয়মিত আলোচনা চলছে এবং সম্প্রতি এই ডিল ফাইনাল স্টেজে পৌঁছে গিয়েছে।
এই দুই কোম্পানির প্রস্তাবিত চুক্তি ক্যুইক কমার্স সেগমেন্টের বড় খেলোয়াড় সুইগি (Swiggy)-সহ অন্যান্য সমস্ত সংস্থাগুলিকে টেক্কা দেবে বলে অনুমান করা হচ্ছে।
advertisement
advertisement
জানা গিয়েছে, এই বিনিয়োগের পর আলবিন্দর ধিন্ডসার (Albinder Dhindsa) নেতৃত্বাধীন কোম্পানি গ্রোফার্স (Grofers)-এর মোট মূল্য প্রায় ১.৫ বিলিয়ন ডলার হয়ে যাবে। জোম্যাটো, যার মোট টার্নওভার ১ বিলিয়ন ডলার, এর আগে চলতি বছরের শুরুতে সফটব্যাঙ্ক (SoftBank) সমর্থিত একটি স্টার্টআপে (Start-up) ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছিল।
advertisement
সূত্রের তথ্য অনুযায়ী, এই চুক্তি নিয়ে দু’টি কোম্পানির মধ্যে আলোচনা চলছে। চুক্তি সফল হলে জোম্যাটো এই গ্রোসারি ডেলিভারি সংস্থায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত লগ্নি করতে পারে।
advertisement
বেশ অনেক দিন ধরেই ফুড ডেলিভারি সংস্থা জ্যোমেটো গ্রোফার্সে বিনিয়োগ করার জন্য কোম্পানির সঙ্গে চুক্তি করা চেষ্টা করেছে। অবশেষে এই চুক্তি সম্পূর্ণ হতে চলেছে। চুক্তি অনুযায়ী, বিনিয়োগ করলে গ্রোফার্স কোম্পানিতে জোম্যাটোর অংশীদারিত্ব প্রায় ৩০ শতাংশ পর্যন্ত পৌঁছে যাবে। গ্রোফার্সের সব চেয়ে বড় শেয়ারহোল্ডার হিসেবে সফটব্যাঙ্ক ভিশন ফান্ড (SoftBank Vision Fund) কোম্পানির ৪৬ শতাংশ শেয়ার নিয়ে বসে রয়েছে। অন্য দিকে, টাইগার গ্লোবাল এবং সিকোইয়া ক্যাপিটালের কাছে কমন ইনভেস্টর হিসেবে গ্রোফার্স এবং জোম্যাটো-- এই দু’টি কোম্পানিরই শেয়ার রয়েছে।
advertisement
প্রতিষ্ঠাতা দীপিন্দর গোয়েলের (deepinder goyal) নেতৃত্বাধীন থাকা জোম্যাটো IPO-এর মাধ্যমে চলতি বছরের জুলাই মাসে ভারতীয় স্টক মার্কেটে নিজেদের তালিকাভুক্ত করে। গত সপ্তাহে কোম্পানির ত্রৈমাসিক রিপোর্ট ঘোষণা করার সময় দীপিন্দর গোয়েল একটি ব্লগপোস্টে জানিয়েছিলেন, “বর্তমানে মার্কেটে কুইক কমার্সের (৩০ মিনিটেরও কম সময়ে পণ্যের ডেলিভারি) দ্রুত উন্নতি দেখা যাচ্ছে। যদিও, আমরা আমাদের প্ল্যাটফর্মকে ক্যুইক কমার্সে পরিণত না-করার সিদ্ধান্ত নিয়েছি, আমাদের অংশীদার কোম্পানি গ্রোফার্স ১০-মিনিট ডেলিভারি স্পেসে যে গতিতে উন্নতি করেছে, তা নিয়ে আমরা খুবই উচ্ছ্বসিত।”
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ব্যবসা বিস্তার করছে জোম্যাটো, গ্রোফার্স-এ ৫০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা!
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement