আরও পড়ুন: খানাকুলের সেতু সমস্যা নিয়ে সংসদে সরব অপরূপা
উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থেকে বিষ্ণুপুর যেতে রাস্তার পাশে এই টমেটো বাগানে থোকায় থোকায় ঝুলছে সবুজ টমেটো। যা দেখলে আপনার মন ভাল হয়ে যাবে। গোটাটাই সম্ভব হয়েছে মালচিং পদ্ধতিতে চাষ করার ফলে। তবে মালচিং পেপারে সবজি চাষের সুবিধা ও কোন কোন সবজি চাষ করা যায় এই ব্যাপারে কৃষিবিদ শক্তি মণ্ডল কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে জানিয়েছেন-
advertisement
এই মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করলে জমিতে প্রায় ১০ থেকে ২৫ ভাগ আদ্রতা সংরক্ষণ করা সম্ভব আর এই পদ্ধতির মাধ্যমে চাষ করলে প্রচুর পরিমাণে ফলন হবেই, এতে কোনও সন্দেহ নেই। তিনি বলেন, এই পদ্ধতিতে চাষ করলে জমিতে আগাছা হয় না। মালচিং পেপারে কার্বন থাকার কারণে আদ্রতা ধরে রাখে এবং সারের গুণাগুণ ঠিক থাকে, ফলে ফলন বৃদ্ধি পায়। এই মালচিং পেপার একাধিক সবজি ও ফসল চাষে ব্যবহার করা যায়। এই পদ্ধতিতে চাষ করলে কৃষকরা প্রচুর পরিমাণে লাভবান হবেন এ নিয়ে কোনও সন্দেহ নেই।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
মালচিং পদ্ধতিতে টমেটো ছাড়াও লঙ্কা, করলা, বেগুন ,তরমুজ, শসা ইত্যাদি সবজিও চাষ করা যায়। এই মালচিং পেপার কেনা ও প্রতিস্থাপন বাবদ বিঘা প্রতি জমিতে ৫ থেকে ৬ হাজার টাকা খরচ হয়।
উল্লেখ্য, মালচিং মূলত চিন ও জাপানের বিষমুক্ত সবজি চাষের একটি পরিবেশ বান্ধব বৈজ্ঞানিক পদ্ধতি। এই পদ্ধতিতে চাষ করলে অতিরিক্ত বৃষ্টি কিংবা সূর্যের আলো দুটো থেকেই ফসলকে রক্ষা করা সম্ভব। সারা বছরই মালচিং পদ্ধতিতে সবজি চাষ করলে ফসলের গুণগত মান বৃদ্ধি পায়।
পিয়া গুপ্তা