হ্যাকারদের থেকে নিজেদের গ্রাহকদের বাঁচানোর জন্য ব্যাঙ্কের তরফ থেকে বিভিন্ন সময় এটিএম ব্যবহার করার ওপর সর্তকতা জারি করা হয়। সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India), সংক্ষেপে SBI ট্যুইট করে এটিএম ব্যবহার করার উপায় গ্রাহকদের জানিয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা সুরক্ষিত ভাবে এটিএম থেকে টাকা তুলতে পারবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে যে এটিএম থেকে টাকা তোলার সময় ওটিপি ব্যবহার করে সেটি তোলা উচিত। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ২০২০ সালে এই প্রক্রিয়া চালু করা হয়েছে। কিন্তু এখনও অনেকেই এই ওটিপি আধারিত এটিএম ট্রানজাকশন ব্যবহার করেন না।
advertisement
আরও পড়ুন: সুকন্যা সমৃদ্ধি যোজনার নিয়মে বড় বদল! এবার তিন মেয়ের জন্য পেতে পারেন মোটা টাকা
এটিএম থেকে টাকা তলার সময় ওটিপি ব্যবহার করার উপায় -
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ট্যুইট করে তাদের গ্রাহকদের এটিএম থেকে টাকা তোলার সময় ওটিপি ব্যবহার করার পরামর্শ দিয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এটিএম থেকে টাকা তলার সময় ওটিপি আধারিত ট্রানজাকশনের ওপর জোর দিতে বলছে। কারণ এর মাধ্যমে হ্যাকাররা এবং দুর্নীতিবাজরা গ্রাহকদের কোন ক্ষতি করতে পারবে না। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওটিপি সার্ভিস ২০২০ সালের ১ জানুয়ারি চালু করা হয়েছে।
আরও পড়ুন: বদলে যাচ্ছে ব্যাঙ্কের নিয়ম; জেনে নিন ১ অগাস্ট থেকে পুরনো নিয়মে আর কী করা যাবে না
এক নজরে দেখে নেওয়া যাক এটিএম থেকে টাকা তোলার সময় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের ওটিপি ব্যবহার করার উপায় -
আরও পড়ুন: এখুনি সেরে রাখুন ব্যাঙ্কের কাজ, অগাস্টে অর্ধেক মাস বন্ধ থাকবে ব্যাঙ্ক
- স্টেপ ১ - প্রথমেই এটিএম মেশিনে এসবিআইএর এটিএম কার্ড দিতে হবে।
- স্টেপ ২ - এরপর ওটিপি অপশনে ক্লিক করতে হবে।
- স্টেপ ৩ - এরপর গ্রাহকদের রেজিস্টার করা মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে। সেটা আবার এটিএম মেশিনে এন্টার করতে হবে।
- স্টেপ ৪ - এরপর এটিএম মেশিনে নিজেদের এটিএম পিন দিতে হবে।
- স্টেপ ৫ - এরপর নিজেদের টাকা এটিএম মেশিন থেকে বেরিয়ে আসবে।