আরও পড়ুন: সুকন্যা সমৃদ্ধি যোজনায় বড় বদল, বিনিয়োগ করার আগে চেক করে নিন ডিটেল....
সোনার পাশাপাশি রুপোর দাম ১০১ টাকা বা ০.১৪ শতাংশ কমে প্রতি কিলোগ্রামে ৬৯,৯৯৮ টাকা হয়ে গিয়েছে ৷ একদিন আগেই রুপো ৭০ হাজার টাকার বেশি হয়ে গিয়েছিল ৷ একদিন আগে এমসিএক্সে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫৩,৪৭০ টাকা এবং রুপোর দাম প্রতি কিলোগ্রামে ৬৯,৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে ৷
advertisement
গ্লোবাল মার্কেটে সোনার দাম প্রায় ২০০০ ডলার কাছাকাছি পৌঁছে গিয়েছে -
বিশ্ব বাজারে এদিন সোনার দামে বিপুল পতন দেখা গিয়েছে ৷ একদিন আগে সোনার দাম প্রতি আউন্সে ২০০০ ডলার হয়ে গিয়েছিল যা গত দু’বছরের নিরিখে সর্বোচ্চ ৷ এদিন সকালে সোনার বর্তমান দাম ০.১ শতাংশ কমে প্রতি আউন্সে ১৯৭৬.৪৬ ডলার ৷ গ্লোবাল মার্কেটে সোনার দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্সে ১৯৮১ ডলার হয়ে গিয়েছে ৷
আরও পড়ুন: এখানে সবচেয়ে সস্তায় মিলছে পেট্রোল, দেখে নিন আপনার শহরে পেট্রোল-ডিজেলের দাম
বিশ্ব বাজারে দাম বেড়েছে রুপোরও কিন্তু মঙ্গলবার ০.৭২ শতাংশ কমে প্রতি আউন্সে ২৫.৯৬ ডলার হয়েছে ৷
আরও পড়ুন: শেয়ারে বাজারে নাম লেখাচ্ছে বিখ্যাত হলদিরাম! কবে আসছে IPO? লাভের অঙ্ক দেখুন
মিসড কল দিয়ে জানতে পারবেন সোনার দাম-
বাড়িতে বসে সহজেই জানতে পারবেন সোনা ও রুপোর দাম ৷ এর জন্য কেবল 8955664433 নম্বরে মিসড কল দিতে হবে ৷ মিসড কল দিতেই ফোনে চলে আসবে মেসেজ সোনা ও রুপোর লেটেস্ট দাম৷