Haldiram IPO: শেয়ারে বাজারে নাম লেখাচ্ছে বিখ্যাত হলদিরাম! কবে আসছে IPO? লাভের অঙ্ক দেখুন

Last Updated:

Haldiram IPO: সংবাদমাধ্যম সিএনএন-টিভি১৮-কে তিনি বলেন, আগামী ২-৩ বছরের মধ্যে কোম্পানিটির আইপিও আনা হতে পারে।

শেয়ার বাজারে নাম লেখাচ্ছে হলদিরাম
শেয়ার বাজারে নাম লেখাচ্ছে হলদিরাম
#নয়াদিল্লি: প্রতি বছর একাধিক কোম্পানি তাদের আইপিও তালিকায়। ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও হল একধরনের প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানি বাজার থেকে টাকা নিয়ে তাদের ব্যবসায় লগ্নি করে। প্রায় সব কোম্পানিই আইপিও-র মাধ্যমে শেয়ার বাজারে তাদের নাম লেখাতে চায়। আইপিও-র মাধ্যমে কোম্পানি বিনিয়োগকারীদের ইক্যুইটি প্রদান করে। এই টাকা দিয়ে কোম্পানির তাদের দেনা শোধ করার পাশাপাশি ব্যবসার উন্নতিতে কাজে লাগায়। সম্প্রতি শোনা গেছে স্ন্যাকসের জন্য বিখ্যাত কোম্পানি হলদিরাম ভবিষ্যতে আইপিওর মাধ্যমে শেয়ার বাজারে নাম নথিভুক্ত করবে। কোম্পানির চেয়ারম্যান মনোহর লাল আগরওয়াল এমনটি জানিয়েছেন।
সংবাদমাধ্যম সিএনএন-টিভি১৮-কে তিনি বলেন, আগামী ২-৩ বছরের মধ্যে কোম্পানিটির আইপিও আনা হতে পারে। কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেগুলি সম্পূর্ণ করার পরই শেয়ার বাজারে নাম নথিভুক্ত করা হবে। তিনি আরও জানান, ভবিষ্যতে কোম্পানিটি FMCG সেক্টরে উন্নতির পাশাপাশি ফুড আউটলেট খোলার ওপর আরও জোর দেওয়া হবে।
৮০ বছর আগে একটি দোকান থেকে শুরু হয় হলদিরামের যাত্রা
advertisement
advertisement
ভুজিয়া এবং ভারতীয় স্ন্যাকসের জন্য বিখ্যাত ব্র্যান্ড হলদিরাম একটি ৮০ বছর পুরনো কোম্পানি। রাজস্থানের বিকানের শহরের একটি ছোট দোকান থেকে যাত্রা শুরু হয় হলদিরামের। সেখান থেকে বিশ্বের সবচেয়ে বিখ্যাত ভুজিয়া এবং ভারতীয় স্ন্যাকস প্রস্তুতকারক কোম্পানিতে পরিণত হয়। ৮০ বছরের এই যাত্রায় হলদিরাম একটি ছোট দোকান থেকে আজ বিলিয়ন-ডলার কোম্পানি হিসেবে নিজের নাম তৈরি করে।
advertisement
কোম্পানি পরিবারের উত্তরাধিকার সুত্রেই চলছে। বর্তমানে তৃতীয় প্রজন্ম এই কোম্পানিকে পরিচালনা করছেন। তিন ভাই - শিব কিষণ আগরওয়াল, মনোহর লাল এবং মধুসূদন আগরওয়াল - হলদিরামের গুরু দায়িত্ব সামলাচ্ছেন।
দিল্লি ও নাগপুরের আদলে ব্যবসা বৃদ্ধি করার পরিকল্পনা
advertisement
হলদিরামের চেয়ারম্যান জানিয়েছেন যে দিল্লি এবং নাগপুরের আদলে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা বৃদ্ধি করার পরিকল্পনা করা হচ্ছে। হলদিরামের নিজস্ব আউটলেটে বেশি জোর দেওয়া হবে। দিল্লিতে মোট ৭০টি আউটলেট রয়েছে যেখানে মিষ্টি এবং স্ন্যাকস পাওয়া যায়। এই আউটলেটগুলিতে বসে ব্রেকফাস্ট করার সুবিধাও রয়েছে। একইভাবে নাগপুরেও কোম্পানিটি তাদের ভালো ব্যবসা করছে।
advertisement
হলদিরাম দেশের বিভিন্ন বড় বড় শহরে আউটলেট খুলবে যেখানে গ্রাহকরা বসে খাবার খেতে পারবেন। পরিধি বৃদ্ধিই বর্তমানে কোম্পানির মূল লক্ষ্য বলে জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Haldiram IPO: শেয়ারে বাজারে নাম লেখাচ্ছে বিখ্যাত হলদিরাম! কবে আসছে IPO? লাভের অঙ্ক দেখুন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement