Indian Railways: ট্রেনের ধাক্কায় পশু মৃত্যুতে কোটি কোটি টাকার লোকসান হচ্ছে রেলের ! কিন্তু কেন ?

Last Updated:

Indian Railways: কোনও কারণ ছাড়া ট্রেন দাঁড়িয়ে গেলে সুরক্ষা ও ট্রাফিকের জেরে পিছনের অন্যান্য ট্রেনকেও আটকে দেওয়া হয় ৷

#নয়াদিল্লি: প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়ে থাকা বিভিন্ন পশুর ৷ এটা অত্যন্ত সামান্য বিষয় হলেও ভারতের রেলের কাছে এটা বেশ বড় ব্যাপার ৷ জানা গিয়েছে, প্যাসেঞ্জার ও মালগাড়ি ধাক্কার ক্ষেত্রে রেলকে আলাদা আলাদা চার্জ দিতে হয় ৷ গত দু’তিন বছরে ট্রেনের ধাক্কায় পশু মৃত্যুর ঘটনা বেশ অনেকটাই বেড়ে গিয়েছে ৷ এর জেরে ১৫-১৫ মিনিট পর্যন্ত ট্রেন লেট হয়ে গিয়ে থাকে ৷ বেশ কিছু বিশেষ ট্রেন রয়েছে যেখানে ট্রেন লেট হওয়ায় যাত্রীদের ক্ষতিপূরণ দিতে হয় রেলকে ৷
এক মিনিটে রেলের ১৩ থেকে ২০ হাজার টাকার লোকসান হতে পারে -
আরটিআই-এ পাওয়া একটি তথ্য অনুযায়ী, ডিজেল চালিত প্যাসেঞ্জার ট্রেন এক মিনিট দাঁড়িয়ে গেলে ২০,৪০১ টাকার লোকসান হয়ে থাকে ৷ ইলেকট্রিক ট্রেনের ক্ষেত্রে লোকসান হয় ২০,৪৫৯ টাকা ৷ একই ভাবে ডিজেল চালিত গুডস ট্রেন এক মিনিট দাঁড়ালে ১৩,৩৩৪ টাকা ও ইলেকট্রিক ট্রেনের ১৩,৩৯২ টাকার লোকসান হয়ে থাকে ৷ এই লোকসান সরাসরি রেলের হয়ে থাকে ৷
advertisement
advertisement
কোনও কারণ ছাড়া ট্রেন দাঁড়িয়ে গেলে সুরক্ষা ও ট্রাফিকের জেরে পিছনের অন্যান্য ট্রেনকেও আটকে দেওয়া হয় ৷ এই ভাবে একটি ট্রেন আটকে যাওয়া আরও একাধিক ট্রেন আটকে যায় ৷ সে ক্ষেত্রে যাত্রীদের ক্ষতিপূরণ দিতে হলে রেলের লোকসান আরও বেড়ে যায় ৷
advertisement
রিপোর্ট অুযায়ী, আগ্রায় ২০১৪-১৫ থেকে ২০১৮-১৯ পর্যন্ত ৩৩৬০ পশুর ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে, ঝাঁসিতে সংখ্যাটা ছিল ৪৩০০ ৷ সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, বৃদ্ধি পাচ্ছে ট্রেনের ধাক্কায় গবাদি পশুর মৃত্যুর ঘটনা। এর মধ্যে বেশিরভাগ ঘটনা ঘটেছে উত্তর ও উত্তর-মধ্য রেলেই।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indian Railways: ট্রেনের ধাক্কায় পশু মৃত্যুতে কোটি কোটি টাকার লোকসান হচ্ছে রেলের ! কিন্তু কেন ?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement