PM Kisan: আর বেশিদিন অপেক্ষা করতে হবে না, শীঘ্রই অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PM Kisan: দেশের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে পিএম কিষান সম্মান নিধি যোজনা শুরু করেছিল সরকার ৷
#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুবিধাভোগী কৃষকদের ১১তম কিস্তির জন্য এখন বেশি অপেক্ষা করতে হবে না ৷ কেন্দ্র সরকার শীঘ্রই ১১তম কিস্তির টাকা পাঠানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে ৷ গত বছর কৃষকদের অ্যাকাউন্টে ১৫ মে কিষান সম্মান নিধির টাকা চলে এসেছিল ৷ মনে করা হচ্ছে এবারও ১৫ মে বা তার আগে কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা পাঠিয়ে দেওয়া হবে ৷
দেশের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে পিএম কিষান সম্মান নিধি যোজনা শুরু করেছিল সরকার ৷ এই যোজনায় কৃষকদের প্রতি বছর ৬০০০ টাকা তিনটি কিস্তিতে অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয় ৷ এই যোজনায় এখনও পর্যন্ত কৃষকদের মোট ১০টি কিস্তির টাকা দেওয়া হয়েছে ৷ আপনিও যদি এই কিস্তির সুবিধা নিতে চান তাহলে অবশ্যই e-KYC আপডেট করাতে হবে ৷ e-KYC ২২ মে ২০২২ এর মধ্যে করা বাধ্যতামূলক বলে জানিয়েছে সরকার ৷ যোজনার সুবিধা পেতে প্রথমে রেজিস্ট্রেশন করাতে হবে ৷
advertisement
advertisement
কীভাবে অনলাইনে করবেন রেজিস্ট্রেশন?
- পিএম কিষান যোজনায় অনলাইনে রেজিস্ট্রেশন করতে চাইলে সবার প্রথমে https://pmkisan.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে ৷
- এরপর ‘ফার্মার কর্ণার’-এ ক্লিক করতে হবে ৷ এরপর ‘New Farmer Registration’ ট্যাবে ক্লিক করে নিজের আধার নম্বর নথিভুক্ত করতে হবে ৷
- ক্যাপচা কোড দিয়ে নিজের রাজ্য সিলেক্ট করতে হবে ৷
- সামনে একটি ফর্ম চলে আসবে ৷ এখানে আপনার সমস্ত তথ্য দিতে হবে ৷
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও জমি সংক্রান্ত সমস্ত তথ্য দিতে হবে ৷
- এরপর সাবমিটে ক্লিক করতেই রেজিস্ট্রেশন হয়ে যাবে ৷
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 18, 2022 2:02 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: আর বেশিদিন অপেক্ষা করতে হবে না, শীঘ্রই অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা