লাডলি বেহনা যোজনায় (Ladli Behna Yojana 2023) মহিলাদের মাসে ১০০০ টাকা আর্থিক সাহায্য করা হবে ৷ মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে এদিন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের জন্মদিন উপলক্ষ্যে এই যোজনার শুরু করা হচ্ছে ৷ মধ্যপ্রদেশের প্রায় ১ লক্ষ মহিলাদের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়া হবে ৷
কোথায় আর কীভাবে আবেদন করা যাবে ?
advertisement
মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, লাডলি বেহনা যোজনার সুবিধা নেওয়ার জন্য প্রদেশের বোনেদের কোথাও ঘোরাঘুরি করতে হবে না ৷ ফর্ম ভর্তি করার জন্য কর্মচারীদের টিম মহিলাদের কাছে গিয়ে আবেদন পত্র ফিলআপ করিয়ে নেবে ৷ এই যোজনার জন্য ২৩ মার্চ ২০২৪ থেকে গ্রাম পঞ্চায়েত, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ক্যাম্প বানানো হবে যেখানে বিনামূল্যে সুবিধা পাওয়া যাবে ৷ মার্চে আবেদন করার পর জুন থেকে মহিলারা ১ হাজার টাকা করে পাবেন ৷
আরও পড়ুন: কম বিনিয়োগে বাড়ি থেকেই শুরু করুন এই ব্যবসা, প্রথম দিন থেকেই হবে মোটা টাকা আয়
এই সুবিধা পাওয়ার জন্য পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক ৷ যোজনার টাকা মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হবে ৷ যোজনা সংক্রান্ত আরও বিস্তারিত cmladlibahna.gov.in ওয়েবসাইটে গিয়ে জানা যাবে ৷
এই যোজনার জন্য সঙ্গে থাকতে হবে আবেদনকারী মহিলাদের আধার কার্ড, ছবি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, মোবাইল নম্বর ও জন্মের প্রমাণ পত্র ৷
আরও পড়ুন: গ্রাহকদের জন্য বড় খবর!১ এপ্রিল থেকে সোনার গয়নার ক্ষেত্রে লাগু হচ্ছে নয়া নিয়ম
কারা আবেদন করতে পারবেন ?
মধ্যপ্রদেশের মহিলারা যাঁদের বয়স ২৩ থেকে ৬০ বছরের মধ্যে আবেদন করতে পারবেন ৷
গরিব ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলারা এর জন্য আবেদন করতে পারবেন ৷
মহিলার পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ ৫০ হাজার টাকার কম হতে হবে এবং ৫ একরের কম জমি থাকতে হবে ৷