TRENDING:

Aadhaar Card: আধার কার্ড বানাতে বা আপডেট করার জন্য আধার সেন্টারে যাওয়া আর বাধ্যতামূলক নয়!

Last Updated:

Aadhaar Card: দেশের ৭৫৫টি জেলায় আধার সেন্টার কাজ করছে ৷ UIDAI আধারে তথ্য আপডেট করার অনলাইন সুবিধা দেওয়া হয়ে থাকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আধার কার্ড সংক্রান্ত একাধিক কাজের জন্য আধর সেন্টারে যাওয়া আর বাধ্যতামূলক নয় ৷ সরকারের তরফে আধার কার্ডের একাধিক পরিষেবা ডাকের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে   ৷ বর্তমানে নতুন আধার কার্ড তৈরি করার জন্য বা আধার কার্ডে কোনও আপডেট করার জন্য আধার সেন্টারে যেতে হয় ৷
advertisement

আরও পড়ুন: দামি এই মশলার চাষ করেই প্রতি মাসে আয় হবে লক্ষ লক্ষ টাকা!

আধার সংক্রান্ত পরিষেবার জন্য UIDAI এখন পোস্টম্যানদের ট্রেনিং দেওয়া শুরু করেছে ৷ প্রথম পর্যায়ে পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের জন্য কাজ করছেন ৪৮০০০ পোস্টম্যানদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷ এরপর আধার সংক্রান্ত কাজ করার অনুমতি দেওয়া হবে ৷ দ্বিতীয় পর্যায়ে ১,৫০,০০০ ডাক আধিকারিকদের কভার করা হবে ৷

advertisement

ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের সঙ্গে যুক্ত পোস্টম্যানরা আধার সংক্রান্ত প্রায় সমস্ত সুবিধা দিয়ে থাকে ৷ এখানে নতুন আধারের জন্য নাম নথিভুক্ত করা, বাচ্চার আধার তৈরি, আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক, অন্যান্য তথ্য আপডেট করা ইত্যাদি পরিষেবা সামিল রয়েছে ৷ তবে সরকারের তরফে এখনও স্পষ্ট জানানো হয়নি যে বাড়িতে আধার পরিষেবা পাওয়ার জন্য অনলাইনে আগে আবেদন করতে হবে কিনা বা ফোনের মাধ্যমে পোস্টম্যানের সঙ্গে সম্পর্ক করতে হবে ৷

advertisement

আরও পড়ুন: সপ্তাহের প্রথম দিনেই ১২০০ পয়েন্ট পতনের সঙ্গে খুলল সেনসেক্স!

মিলবে ল্যাপটপ ও স্ক্যানার-

ডাক বিভাগের কর্মচারীদের আধার সংক্রান্ত কাজ করার জন্য ল্যাপটপ ও বায়োমেট্রিক স্ক্যানার দেওয়া হয়ে থাকে যাতে আধার ডেটাবেসে আপনার তথ্য এন্ট্রি করতে পারেন ৷ ডাক বিভাগের কর্মচারীরা ছাড়া ইউআইডিএআই কমন সার্ভিস সেন্টারের সঙ্গে কর্মরত ১৩,০০০ ব্যাঙ্কিং করেসপন্ডেন্টকে নিজের সঙ্গে যুক্ত করতে চলেছে ৷

advertisement

আরও পড়ুন: ডেবিট কার্ড ছাড়া ICICI ব্যাঙ্কের এটিএম থেকে তুলতে পারবেন টাকা! দেখে নিন কীভাবে

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দেশের ৭৫৫টি জেলায় আধার সেন্টার কাজ করছে ৷ UIDAI আধারে তথ্য আপডেট করার অনলাইন সুবিধা দেওয়া হয়ে থাকে ৷ এর জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট করা হয়ে থাকে ৷ আধার সেবা কেন্দ্রে আধার বানানোর জন্য এনরোলমেন্ট থেকে আধারে ডিটেল আপডেট করার সুবিধা দেওয়া হয়ে থাকে ৷ এখানে নামের সংশোধন, জন্মতারিখে সংশোধন, মোবাইল বা ই-মেল আইডি বদলাতে চাইলে বা ঠিকানা আপডেট করা যেতে পারে ৷ ছবি বদলানো বা বায়োমেট্রিক আপডেট করানোও সামিল রয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Aadhaar Card: আধার কার্ড বানাতে বা আপডেট করার জন্য আধার সেন্টারে যাওয়া আর বাধ্যতামূলক নয়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল