IOCL এর তরফে জানানো হয়েছে, এদিন দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম ১০১.১৯ এবং ডিজেল ৮৮.৬২ টাকায় স্থির রয়েছে ৷ অনুমান করা হচ্ছে আগামী দিনে কম করা হতে পারে তেলের দাম ৷
GST -তে সামিল করা হবে না পেট্রোল ও ডিজেল (Petrol Price Today)
advertisement
শুক্রবার ১৭ সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের গুরুত্বপূর্ণ বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয় ৷ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন,‘বর্তমানে পেট্রোল ও ডিজেলকে জিএসটি-র আওতায় আনার বিষয়ে আলোচনা করার সঠিক সময় না ৷ রাজস্ব সংক্রান্ত একাধিক বিষয়ে খতিয়ে দেখতে হবে ৷ বৈঠকের সময় এই সমস্ত বিষয়ে আলোচনা করা হয়নি ৷’
দেখে নিন এদিন বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম
- দিল্লি- পেট্রোল ১০১.১৯ টাকা, ডিজেল ৮৮.৬২ টাকা
- মুম্বই- পেট্রোল ১০৭.২৬ টাকা, ডিজেল ৯৬.১৯ টাকা
- চেন্নাই- পেট্রোল ৯৮.৯৬ টাকা, ডিজেল ৯৩.২৬ টাকা
- কলকাতা- পেট্রোল ১০১.৭২ টাকা, ডিজেল ৯১.৮৪ টাকা
- নয়ডা- পেট্রোল ৯৮.৫২ টাকা, ডিজেল ৮৯.২১ টাকা
- জয়পুর- পেট্রোল ১০৮.১৭ টাকা, ডিজেল ৯৭.৭৬ টাকা
- ভোপাল- পেট্রোল ১০৯.৬৩ টাকা, ডিজেল ৯৭.৪৩ টাকা
- বেঙ্গালুরু- পেট্রোল ১০৪.৭০ টাকা, ডিজেল ৯৪.০৪ টাকা
- লখনউ- পেট্রোল ৯৮.৩০ টাকা, ডিজেল ৮৯.০২ টাকা
- পটনা- পেট্রোল ১০৩.৭৯ টাকা, ডিজেল ৯৪.৫৫ টাকা
এই ভাবে চেক করুন আপনার শহরে পেট্রোল ও ডিজেলর দাম (Petrol Price Today)
দেশের তিনটি সরকারি তেল সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম (Petrol-diesel price today) জারি করে থাকে ৷ তেল সংস্থার ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও আপনার শহরের পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন সহজেই ৷ এর জন্য RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷