ভারত পে দ্বারা সঞ্চালিত এই ১২ শতাংশ ক্লাবে টাকা বিনিয়োগ করলে বছরে ১২ শতাংশ হারে সুদ পাওয়া যেতে পারে। এছাড়াও ১২ শতাংশ ক্লাব অ্যাপের মাধ্যমে যে কোনও সময়ে ১২ শতাংশ সুদের হারে লোন নেওয়া যেতে পারে। এর জন্য ভারত পে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে অনুমতি গ্রহণ করেছে। ১২ শতাংশ ক্লাব অ্যাপে বিনিয়োগ করলে বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে প্রতি দিন যুক্ত হবে ১২ শতাংশ হারে পাওয়া সুদ। এই টাকা যে কোনও সময়ে তোলা যাবে। ১২ শতাংশ ক্লাব অ্যাপে পাওয়া রিটার্ন অন্য যে কোনও ফিক্সড ডিপোজিটের তুলনায় অনেক বেশি।
advertisement
আরও পড়ুন-৫০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা আয় সম্ভব ! এক নজরে দেখে নিন এমন ১০ ব্যবসা
১২ শতাংশ ক্লাব
প্রথমেই ১২ শতাংশ ক্লাবের সঙ্গে নিজেদের একটি অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এর পর সম্পূর্ণ করতে হবে কেওয়াইসি (KYC) প্রক্রিয়া। এর পরে সেই অ্যাকাউন্টে ১০০০ টাকা থেকে শুরু করে ১০ লাখ টাকা অবধি রাখা যাবে। এই অ্যাকাউন্ট থেকে নিজেদের ইচ্ছামত প্রতি দিন, মাসিক অথবা বার্ষিক রূপে টাকা তোলা যাবে।
স্টেপ ১ - সবার প্রথমেই ইনস্টল করতে হবে ১২ শতাংশ ক্লাব।
স্টেপ ২ - এর পর নিজেদের ফোন নম্বর এন্টার করে ওটিপি (OTP) ভেরিফিকেশন করতে হবে।
স্টেপ ৩ - মোবাইল নম্বর ভ্যালিডেট হওয়ার পর খুলবে এই অ্যাপের ড্যাশবোর্ড।
স্টেপ ৪ - এর পর নিজেরাই শুরু করা যাবে ১২ শতাংশ ক্লাবে বিনিয়োগ।
আরও পড়ুন-৫৪ পয়সার স্টক হয়েছে ৫৭.৩৫ টাকা; বিনিয়োগকারীদের ১ লাখ টাকা হয়েছে পুরো ১ কোটি টাকা!
বিনিয়োগের পদ্ধতি-
স্টেপ ১ - এর জন্য সবার প্রথমেই 'কন্ট্রিবিউট মানি' (Contribute Money) অপশনে যেতে হবে।
স্টেপ ২ - এর পর লিঙ্ক করাতে হবে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
স্টেপ ৩ - এর পর 'লিঙ্ক নাউ' (Link Now) অপশনে ক্লিক করে ড্রপ ডাউন করে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বেছে নিতে হবে।
স্টেপ ৪ - এর পর নিজেদের আধার নম্বর ওটিপি-র মাধ্যমে ভ্যালিডেট করাতে হবে।
স্টেপ ৫ - আধার কেওয়াইসি সম্পূর্ণ করার পর নিজেদের একটি সেলফি তুলে সাবমিট করতে হবে।
স্টেপ ৬ - সকল নিয়ম এবং শর্ত পূরণ করার পর এই অ্যাকাউন্ট ওপেন হবে।
স্টেপ ৭ - এর পর সেই অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করে ১২ শতাংশ সুদের সুবিধা নেওয়া যাবে।