আরও পড়ুন: মাসের শেষে বেঁচেছে টাকা; ক্রেডিট কার্ডের দেনা শোধ না নতুন বিনিয়োগ, কোনটা উচিত হবে?
সুকন্যা সমৃদ্ধি যোজনা ও ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ
সন্তানের উজ্জ্বল ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য উপযুক্ত জায়গায় বিনিয়োগ করা দরকার। বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনায় ভালো সুদ দেওয়া হচ্ছে। কিন্তু দীর্ঘমেয়াদি সময়ের কথা ভেবে অর্থাৎ সন্তানের ভবিষ্যতের কথা মাথায় রেখে সুকন্যা সমৃদ্ধি যোজনার সঙ্গে ইক্যুইটি ফান্ডেও বিনিয়োগ করা দরকার।
advertisement
- যাঁরা একদম ঝুঁকি নিতে রাজি নন তাঁদের ক্ষেত্রে সবথেকে ভালো হল অন্য কোথাও বিনিয়োগ না করে পুরো ১০০ শতাংশ সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং পিপিএফে (PPF) বিনিয়োগ করা।
- যাঁরা অল্প পরিমাণে ঝুঁকি নিতে রাজি তাঁদের জন্য সবথেকে ভালো হল ৭৫ শতাংশ সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং পিপিএফে বিনিয়োগ করে, বাকি ২৫ শতাংশ ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ করা।
আরও পড়ুন: আদৌ ভালো বিনিয়োগ তো? ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার আগে জেনে নিন এই বিষয়গুলি!
- যাঁরা ব্যাল্যান্স বজায় রাখতে চান তাঁদের জন্য সবথেকে ভালো হল ৫০ শতাংশ সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং পিপিএফে বিনিয়োগ করে, বাকি ৫০ শতাংশ ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ করা।
- যাঁরা ঝুঁকি নিতে পছন্দ করেন তাঁদের জন্য সবথেকে ভালো হল ৭৫ থেকে ১০০ শতাংশ ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ করা। যদি ৭৫ শতাংশ ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ করা হয় তাহলে বাকি ২৫ শতাংশ সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগ করতে হবে।
আরও পড়ুন: বর্তমানে বাজারে কী কী সেরা হোম লোন রয়েছে এবং কী কী অফার রয়েছে ....
এসআইপি (SIP) অ্যামাউন্ট
সন্তানের ভবিষ্যতের জন্য ভালো রিটার্ন পেতে চাইলে এসআইপি-র মাধ্যমে বিনিয়োগ করা যেতে পারে। এর মাধ্যমে ইক্যুইটি ফান্ড এবং অন্যান্য ফান্ডে বিনিয়োগ করা যায়। এখানে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিজেদের সন্তানের বয়স অনুযায়ী কত দিনের জন্য এবং কত টাকা টার্গেট এই বিষয়গুলো নির্ণয় করে এসআইপি-র মাধ্যমে বিনিয়োগ শুরু করা দরকার। এই সকল বিষয়ের ওপর নির্ভর করে এসআইপি-র মাসিক কিস্তি।