TRENDING:

Investment Plan For Children: সন্তানের ভবিষ্যৎ হবে অধিক সুরক্ষিত; একত্রে বিনিয়োগ করা যেতে পারে সুকন্যা সমৃদ্ধি যোজনা ও ইক্যুইটি ফান্ডে!

Last Updated:

Investment Plan For Children: নিজেদের প্রয়োজন অনুযায়ী সুকন্যা সমৃদ্ধি যোজনা ও ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ করা যেতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সন্তানের ভবিষ্যতের জন্য প্রত্যেকেই ভালো জায়গায় বিনিয়োগ করার চেষ্টা করে। ভবিষ্যতে ভালো রিটার্ন পাওয়াই আসল লক্ষ্য। কন্যাসন্তানদের জন্য একটি ভালো যোজনা হল সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana)। এই যোজনায় বর্তমানে ৭.৬ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। এটি একটি দীর্ঘমেয়াদি যোজনা। ভবিষ্যতে ভালো রিটার্ন পাওয়ার জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনার সঙ্গে সঙ্গে ইক্যুইটি ফান্ডেও (Equity Fund) বিনিয়োগ করা যেতে পারে। ইক্যুইটি ফান্ড শেয়ার বাজারের ওপর নির্ভর করার ফলে এখানে কিছুটা ঝুঁকি রয়েছে। কিন্তু ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিজেদের প্রয়োজন অনুযায়ী সুকন্যা সমৃদ্ধি যোজনা ও ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ করা যেতে পারে।
advertisement

আরও পড়ুন: মাসের শেষে বেঁচেছে টাকা; ক্রেডিট কার্ডের দেনা শোধ না নতুন বিনিয়োগ, কোনটা উচিত হবে?

সুকন্যা সমৃদ্ধি যোজনা ও ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ

সন্তানের উজ্জ্বল ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য উপযুক্ত জায়গায় বিনিয়োগ করা দরকার। বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনায় ভালো সুদ দেওয়া হচ্ছে। কিন্তু দীর্ঘমেয়াদি সময়ের কথা ভেবে অর্থাৎ সন্তানের ভবিষ্যতের কথা মাথায় রেখে সুকন্যা সমৃদ্ধি যোজনার সঙ্গে ইক্যুইটি ফান্ডেও বিনিয়োগ করা দরকার।

advertisement

- যাঁরা একদম ঝুঁকি নিতে রাজি নন তাঁদের ক্ষেত্রে সবথেকে ভালো হল অন্য কোথাও বিনিয়োগ না করে পুরো ১০০ শতাংশ সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং পিপিএফে (PPF) বিনিয়োগ করা।

- যাঁরা অল্প পরিমাণে ঝুঁকি নিতে রাজি তাঁদের জন্য সবথেকে ভালো হল ৭৫ শতাংশ সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং পিপিএফে বিনিয়োগ করে, বাকি ২৫ শতাংশ ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ করা।

advertisement

আরও পড়ুন: আদৌ ভালো বিনিয়োগ তো? ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার আগে জেনে নিন এই বিষয়গুলি!

- যাঁরা ব্যাল্যান্স বজায় রাখতে চান তাঁদের জন্য সবথেকে ভালো হল ৫০ শতাংশ সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং পিপিএফে বিনিয়োগ করে, বাকি ৫০ শতাংশ ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ করা।

- যাঁরা ঝুঁকি নিতে পছন্দ করেন তাঁদের জন্য সবথেকে ভালো হল ৭৫ থেকে ১০০ শতাংশ ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ করা। যদি ৭৫ শতাংশ ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ করা হয় তাহলে বাকি ২৫ শতাংশ সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগ করতে হবে।

advertisement

আরও পড়ুন: বর্তমানে বাজারে কী কী সেরা হোম লোন রয়েছে এবং কী কী অফার রয়েছে ....

এসআইপি (SIP) অ্যামাউন্ট

সন্তানের ভবিষ্যতের জন্য ভালো রিটার্ন পেতে চাইলে এসআইপি-র মাধ্যমে বিনিয়োগ করা যেতে পারে। এর মাধ্যমে ইক্যুইটি ফান্ড এবং অন্যান্য ফান্ডে বিনিয়োগ করা যায়। এখানে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিজেদের সন্তানের বয়স অনুযায়ী কত দিনের জন্য এবং কত টাকা টার্গেট এই বিষয়গুলো নির্ণয় করে এসআইপি-র মাধ্যমে বিনিয়োগ শুরু করা দরকার। এই সকল বিষয়ের ওপর নির্ভর করে এসআইপি-র মাসিক কিস্তি।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Investment Plan For Children: সন্তানের ভবিষ্যৎ হবে অধিক সুরক্ষিত; একত্রে বিনিয়োগ করা যেতে পারে সুকন্যা সমৃদ্ধি যোজনা ও ইক্যুইটি ফান্ডে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল