আরও পড়ুন: এই দিওয়ালিতে মেয়েকে বানান লক্ষপতি, মাত্র ১ টাকা সেভিংস করে পেয়ে যাবেন ১৫ লক্ষ টাকা
পোস্ট অফিসের গ্রাম সুরক্ষা যোজনা (Post Office Scheme)এমন একটি স্কিম যেখানে কম রিস্কে ভাল রিটার্ন পাওয়া যায় ৷ গ্রাম সুরক্ষা যোজনায় বোনাসের সঙ্গে আপনার টাকা ৮০ বছর বয়স হওয়ার পর বা মৃত্যুর পর (যেটা আগে হবে)আপনার উত্তরাধিকারকে দেওয়া হবে ৷
advertisement
এই যোজনার কী নিয়ম ?
১৯ থেকে ৫৫ বছরের মধ্যে যে কোনও ভারতীয় নাগরিক এই বিমা যোজনা করাতে পারবেন ৷ নিয়ম অনুযায়ী, যোজনার ন্যূনতম বিমা অ্যামাউন্ট ১০,০০০ টাকা থেকে ১০,০০,০০০ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন ৷ যোজনার প্রিমিয়াম প্রতি মাসে, ত্রৈমাসিক, অর্ধ বার্ষিকী বা বার্ষিক হিসেবে জমা দিতে পারবেন ৷ প্রিমিয়াম পেমেন্টের জন্য ৩০ দিনের ছাড় দেওয়া হয়ে থাকে ৷ প্রিমিয়াম না দেওয়ার কারণে পলিসি বন্ধ হয়ে গেলে গ্রাহকরা প্রিমিয়ামের পেমেন্ট করে ফের পলিসি শুরু করতে পারবেন ৷
আরও পড়ুন: Petrol Price Today- আরও বাড়ল পেট্রোলের দাম! জানুন কলকাতায় কত ?
মিলবে লোন - পলিসি কেনার ৪ বছর পর লোন নেওয়ার সুবিধা পেয়ে যাবেন গ্রাহকরা ৷
সারেন্ডার করতে পারবেন পলিসি- ৩ বছর পর পলিসি সারেন্ডার করার বিকল্প সিলেক্ট করতে পারবেন গ্রাহকরা৷ তবে সে ক্ষেত্রে কোনও লাভ মিলবে না ৷ পলিসির সবচেয়ে বড় আকর্ষণ ইন্ডিয়া পোস্টের তরফে দেওয়া বোনাস ৷
ম্যাচিউরিটি বেনিফিট- ১৯ বছর বয়সে কেউ যদি ১০ লক্ষ টাকার গ্রাম সুরক্ষি পলিসি (Post Office Scheme) কিনে থাকেন তাহলে ৫৫ বছরের জন্য প্রতি মাসের প্রিমিয়াম হয় ১৫১৫ টাকা, ৫৮ বছরের জন্য ১৪৬৩ টাকা, ৬০ বছরের জন্য ১৪১১ টাকা ৷ পলিসি হোল্ডার ৫৫ বছরের জন্য ৩১.৬০ লক্ষ টাকা, ৫৮ বছরের জন্য ৩৩.৪০ লক্ষ টাকার ম্যাচিউরিটি বেনিফিট পেয়ে যাবে ৷ ৬০ বছরের জন্য ম্যাচিউরিটি বেনিফিট ৩৪.৬০ লক্ষ টাকা হয় ৷
আরও পড়ুন: সংসারে সমৃদ্ধি পেতে এই নির্দিষ্ট সময়ে পুজো করুন লক্ষ্মী-কুবেরের!
এই যোজনা সংক্রান্ত আরও বিস্তারিত জানতে নিকটবর্তী ডাকঘরে যোগাযোগ করতে পারেন ৷ এছাড়া 1800 180 5232/155232 টোলফ্রি নম্বরে কল করতে পারেন ৷ www.postallifeinsurance.gov.in ওয়েবসাইটেও যোগাযোগ করতে পারেন ৷