আরও পড়ুন: করোনার নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রনের চিকিৎসার খরচ কত? আপনার স্বাস্থ্যবিমা কি তা কভার করছে?
জরিমানা ছাড়াই ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল
যাদের বয়স ৬০ বছরের কম এবং আয় ২.৫ লাখ টাকার কম তারা কোনও জরিমানা ছাড়াই ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল জমা করতে পারবে। যাদের ৬০ বছরের বেশি কিন্তু ৮০ বছরের কম এবং আয় ৩ লাখ টাকার কম তারা কোনও জরিমানা ছাড়াই ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল জমা করতে পারবে। এছাড়া যাদের বয়স ৮০ বছরের বেশি এবং আয় ৫ লাখ টাকার কম তারা কোনও জরিমানা ছাড়াই ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল জমা করতে পারবে। আয় এবং বয়স অনুযায়ী জরিমানা ছাড়াই ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল জমা করা যেতে পারে।
advertisement
আরও পড়ুন: ট্যাক্স ছাড়ের জন্য কোনটি বেশি গুরুত্বপূর্ণ, জীবনবিমা না মেডিক্লেম পলিসি?
নির্দিষ্ট কয়েকটি শর্ত
ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল জমা করার শেষ তারিখ পার হয়ে যাওয়ার পর কোনও জরিমানা ছাড়াই তা জমা করার নির্দিষ্ট কয়েকটি শর্ত রয়েছে। সেকশন ১৩৯(১) অনুযায়ী নির্দিষ্ট পরিমাণের বেশি আয় হলে জরিমানা দিতে হবে। এছাড়াও অন্যান্য কয়েকটি ক্ষেত্রে খরচের পরিমাও বেশি হলেও জরিমানা দিতে হয়।
১) কেউ যদি কোনও ব্যাঙ্ক অথবা অন্য কোনও আর্থিক প্রতিষ্ঠানে ১ কোটি টাকা বা তার বেশি টাকা ডিপোজিট করে।
২) কেউ যদি নিজের জন্য অথবা অন্য কারো জন্য বিদেশে ট্রাভেল করার জন্য ২ লাখ টাকা খরচ করে।
৩) কেউ যদি ১ লাখ টাকা বিদ্যুতের বিলের পেছনে খরচ করে।
আরও পড়ুন: এবার পোস্ট অফিসেও কাটা যাবে ট্রেনের টিকিট! সুখবর দিল রেল!
২০২১ সালের ৩১ ডিসেম্বর ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল জমা করার শেষ তারিখ পার হয়ে গেলে নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্র ছাড়া জরিমানা দিয়েই জমা করতে হবে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল জমা করার জন্য কয়েকটি ক্ষেত্রে ধারা অনুযায়ী ছাড় দেওয়া হয়।