আরও পড়ুন: শনিবারের সোনার দামে আকর্ষণীয় চমক! ৫ হাজার টাকার বড়সড় পরিবর্তন
ট্রেনে ও স্টেশনে যাত্রীদের খাবার পরিষেবা দিয়ে থাকে IRCTC ৷ কিন্তু বেশ কিছু ক্ষেত্রে নিজেদের ইউনিট খুলতে সফল না হওয়ায় রেলকে বড়সড় লোকসানের মুখে পড়তে হয়েছে ৷ এর জেরে এবার এর দায়িত্ব জোনাল রেলওয়ের উপর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ৮ মার্চ জারি নির্দেশ অনুযায়ী, ১৭ টি জোনাল রেলওয়েকে এরকম ইউনিট খোলার জন্য স্টেশনের খালি জায়গা ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে ৷
advertisement
আরও পড়ুন: Honda City, Amaze-সহ একাধিক গাড়িতে মিলছে বাম্পার ছাড়, জেনে নিন পুরো অফার
রেলের আয় বৃদ্ধির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে
নির্দেশে বলা হয়েছে, আইআরসিটিসিকে বরাদ্দ করা বেশ কয়েকটি জায়গা এখনও খালি রয়ে গিয়েছে ৷ এর জেরে যাত্রীরা পরিষেবা থেকে বঞ্চিত থাকছেন এবং রেলের আয় প্রভাবিত হচ্ছে ৷ সমস্ত দিক বিবেচনা করে এবার জোনাল রেলওয়ের মাধ্যমে রেলওয়ে স্টেশনে যে খালি জায়গা পড়ে রয়েছে সেখানে ফুড প্লাজা, ফাস্ট ফুড সেন্টার ও রেস্তোরাঁ খোলার অনুমতি চাওয়া হয়েছে ৷
আরও পড়ুন: কর্মীদের জন্য বিরাট উপহার! ৩% DA-DR বৃদ্ধি, এরিয়ার নিয়ে বড় আপডেটও
সূত্রের খবর অুযায়ী, ১০০-১৫০ আউটলেট খোলার যোজনা রয়েছে রেলওয়ে বোর্ডের ৷