ফুল চাষি তারা প্রসাদ জানান, কেউ এক বিঘা জমিতে যদি ১ লক্ষ টাকা খরচ করে জারবেরা ফুলের চাষ করে। তবে সে সেই জারবেরা গাছ থেকে ৩/৪ লক্ষ টাকা আয় করতে পারবে। জানা যায়,শীতকালেই সাধারণত জারবেরা ফুলের চাষ করা হয়। তবে সারা বছরই গ্রিন বা পলি হাউসে জারবেরা উৎপাদন করা সম্ভব। দীর্ঘদিন সতেজ থাকায় বাজারে ভীষণ চাহিদা থাকে এই জারবেরা ফুলের।
advertisement
আরও পড়ুন:মুখে দিলেই খাঁটি কমলালেবুর স্বাদ! শীতে কমলা-কেক যেন অমৃত, রইল ঘরোয়া রেসিপি
সঠিকভাবে পরিচর্যা করলে একটি জারবেরা গাছ থেকে বছরে ৩০/৪০ টির বেশি ফুল পাওয়া সম্ভব। স্থানীয় বাজারে অফ সিজনে একটি ফুল ৩০-৬০ টাকা ও শীতের মরশুমে ১০-২০ টাকা দরে বিক্রি হয়। বিভিন্ন অনুষ্ঠান এবং বিয়ের মরশুম থাকলে এক একটা ফুল ৫ থেকে ১০ টাকা করে বিক্রি করলেও মাসিক আয় প্রায় লক্ষ টাকা ছাড়াতে পারে। তবে শুধু ফুল নয় জারবেরা গাছ বিক্রি করেও ভালো টাকা উপার্জন করা যায়।
আরও পড়ুন:মোম আর সর্ষের তেল, জাদুকরী এই মিশ্রণে যা ঘটবে ভাবতেও পারবেন না! শুনুন বিশেষজ্ঞের কথা
ফুল চাষি তারা প্রসাদ জানান, একটি জারবেরা গাছ থেকে বহু ছোট ছোট চারা বের হয়। একটি জারবেরা গাছ থেকে বছরে ৩০/৪০ টি চারা গাছ হয়। এই চারা গাছ বিক্রি করেও সমান ভাবে লাভবান হওয়া যায়। সাধারণত একটু উঁচু জমি জারবেরা চাষের জন্য উপযুক্ত। দোআঁশ বা বেলে দোআঁশ মাটিতে এই জারবেরা চাষের ভাল ফলন হয়। তবে জারবেরার জমিতে জৈব সার থাকা দরকার এর জন্য পরিমিত পরিমাণে গোবর সার ,পাতা পচা সার, কোকোড ডাস্ট প্রয়োগ করতে হয়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পিয়া গুপ্তা