আরও পড়ুন: এই শহরে ৮২.৯৬ টাকায় মিলছে পেট্রোল, দেখে নিন আপনার শহরে জ্বালানির দর
অর্থমন্ত্রী জানিয়েছেন, কবচ পদ্ধতি রেল নেটওয়ার্ককে সুরক্ষিত করার পাশাপাশি কার্য ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করবে ৷ কবচ প্রযুক্তি একটি দেশীয় প্রযুক্তি ৷ এটি দেশে তৈরি একটি অ্যান্টি কোলিশন বা সংঘর্ষবিরোধী ডিভাইস যার মাধ্যমে রেল দুর্ঘটনা আটকানো যেতে পারে ৷ পাশাপাশি দুর্ঘটনার সংখ্যা কমিয়ে শূন্য সাহায্য করবে এই পদ্ধতি ৷
advertisement
আরও পড়ুন: ক্রিপ্টোকারেন্সি থেকে আয়ে ৩০ শতাংশ কর, ডিজিটাল সম্পদ নিয়ে বড় ঘোষণা নির্মলার
পিএইচডি চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডিস্ট্রির (PHDCCI) চেয়ারম্যান সন্দীপ আগড়ওয়াল জানিয়েছেন, ‘ভারতীয় রেলের জন্য কবচ প্রযুক্তি গেম চেঞ্জার হয়ে উঠতে পারে ৷ এই প্রযুক্তি ট্রেনের গতি অর্থাৎ স্পিডকে আরও বাড়াতে সাহায্য করবে ৷
আরও পড়ুন: সস্তা হল পোশাক, মোবাইল, চার্জার! নির্মলার বাজেটে দাম বাড়ল কীসের?
বারবার ট্রেন দুর্ঘটনা। বারবার মৃত্যু। এই ছবিটা পালটাতে এবার নয়া প্রযুক্তি রেলের হাতে। নয়া অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সংঘর্ষ এড়াতে নিজে নিজেই থেমে যাবে ট্রেন। এর পাশাপাশি এদিনের বাজেটে জোর দেওয়া হয়েছে ওয়ান স্টেশন ওয়ান প্রডাক্টে। একেকটি জায়গা বিশেষ বিশেষ জিনিসের জন্য বিখ্যাত। যেমন মালদার আম, তারকেশ্বরের আলু, ভাগলপুরের সিল্ক। রেলের উদ্যোগে এই সব সামগ্রী দেশের নানা প্রান্তে পৌঁছে যাবে।
করোনার সময়ে ট্রেন বন্ধ। রেলের কোষাগারে টান। সেই ঘাটতি মেটানো এখন বড় চ্যালেঞ্জ। তবে, রেলের আশা ট্রেনের চাকা গড়ালে সময়ের চাকাও ঘুরবে। অচ্ছে দিন ফিরবে।