ছোট ও পেনি স্টকের (Penny Stocks) ক্ষেত্রে ২০২১ দুর্দান্ত ছিল ৷ দেখা গিয়েছে পেনি স্টকে ইনভেস্ট করলে বেশি অনেকটাই রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ অবশ্যই তার জন্য সংস্থার ফান্ডামেন্টাল মজবুত হতে হবে ৷
আরও পড়ুন: মেয়ের উচ্চশিক্ষা-বিয়ে নিয়ে চিন্তায়? মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন যে ভাবে!
লয়েডস স্টিল ইন্ডাস্ট্রিজও (Lloyds Steels Industries) এমন একটি স্টক যা গত বছর মাল্টিব্যাগার পেনি স্টকে দুর্দান্ত রিটার্ন দিয়েছে ৷ এই মেটাল স্টক ২০২০ জানুয়ারিতে ০.৫০ টাকা ছিল, যা বেড়ে ২৪.৯৫ টাকা প্রতি শেয়ারে হয়ে গিয়েছে ৷ গত ২ বছরে এই স্টকের বৃদ্ধি হয়েছে প্রায় ৪৯০০ শতাংশ ৷
advertisement
আরও পড়ুন: ন্যূনতম বিনিয়োগে ভালো আয় করতে আগ্রহী? শুরু করুন এই ব্যবসাগুলি দিয়ে!
লয়েডস স্টিল ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রাইস
গত এক সপ্তাহে এই মাল্টি ব্যাগার পেনি স্টক ২০.৬৫ টাকা থেকে বেড়ে ২৪.৯৫ টাকা ৷ এতে লয়েডস স্টিল ইন্ডাস্ট্রিজের শেয়ার হোল্ডাররা প্রায় ২১ শতাংশ রিটার্ন পেয়েছে ৷ গত এক মাসে পেনি স্টক ১০.৮০ টাকা থেকে বেড়ে ২৪.৯৫ টাকা হয়ে গিয়েছে ৷ অর্থাৎ শেয়ার হোল্ডাররা প্রায় ১৩০ শতাংশ রিটার্ন পেয়েছেন ৷
গত ৬ মাসে লয়েডস স্টিল ইন্ডাস্ট্রিজের শেয়ারের মূল্য ৩.৪৫ টাকা থেকে বেড়ে ২৪.৯৫ টাকা হয়ে গিয়েছে ৷ এই স্টকের প্রায় ৬২৫ শতাংশ বৃদ্ধি হয়েছে ৷ এই ভাবে গত এক বছরে এই মাল্টি ব্যাগার পেনি স্টক (multibagger penny stock) ১.০০ প্রতি শেয়ার থেকে বেড়ে ২৪.৯৫ টাকা প্রতি শেয়ার হয়ে গিয়েছে ৷ এই সময়ের মধ্যে প্রায় ২৪০০ শতাংশ বৃদ্ধি হয়েছে এই স্টকের ৷ একই ভাবে গত ২ বছরে মাল্টি ব্যাগার পেনি স্টক ০.৫০ টাকা থেকে বেড়ে ২৪.৯৫ টাকা হয়ে গিয়েছে ৷
আরও পড়ুন: দিনে ৯৫ টাকা দিয়ে পেয়ে যাবেন ১৪ লাখ! মালামাল স্কিম পোস্ট অফিসের!
নতুন বছরে লয়েডস স্টিল ইন্ডাস্ট্রিজের মাল্টি ব্যাগার পেনি স্টকে কেউ ১ লক্ষ টাকা ইনভেস্ট করলে সেটা আজ ১.২১ লক্ষ টাকা হয়ে যাবে ৷ কেউ এক মাস আগে এই স্টকে ইনভেস্ট করলে তাহলে ১ লক্ষ টাকা আজ ২.৩০ লক্ষ টাকা হয়ে যাবে ৷ এক বছর আগে ১ লক্ষ টাকা ইনভেস্ট করলে সেটা এখন ২৫ লক্ষ টাকা হয়ে যাওয়ার কথা ৷ একই হিসেবে ২ বছর আগে এই স্টকে ১ লক্ষ টাকা ইনভেস্ট করলে আজ প্রায় ৫০ লক্ষ টাকা হয়ে যাওয়ার কথা ৷