Post Office Scheme: দিনে ৯৫ টাকা দিয়ে পেয়ে যাবেন ১৪ লাখ! মালামাল স্কিম পোস্ট অফিসের!

Last Updated:

Post Office Scheme: গ্রামাঞ্চলের মানুষদের আর্থিক সহায়তা করতেই এই প্রকল্পটি বাজারে এনেছে কেন্দ্র।

#নয়াদিল্লি: দিনে মাত্র ৯৫ টাকা বিনিয়োগ। মেয়াদ শেষে হাতে আসবে ১৪ লক্ষ টাকা। স্বল্প বিনিয়োগে এমনই বড় অঙ্কের টাকা উপার্জনের সুযোগ দিচ্ছে পোস্ট অফিস। গ্রামাঞ্চলের মানুষদের আর্থিক সহায়তা করতেই এই প্রকল্পটি বাজারে এনেছে কেন্দ্র।
এই স্কিমের নাম দেওয়া হয়েছে গ্রাম সুমঙ্গল গ্রামীণ ডাক জীবন বিমা যোজনা (Gram Sumangal Rural Postal Life Insurance Scheme)। এটা একটা এনডাউমেন্ট স্কিম। যা গ্রামীণ এলাকায় বসবাসকারী গ্রাহকদের মেয়াদ শেষে সুদ-সহ টাকা ফেরত দেওয়ার পাশাপাশি বিমাও প্রদান করে। এই স্কিমের আওতায় ২ ধরনের প্ল্যান রয়েছে। প্রথমটি, পোস্টাল লাইফ ইনস্যুরেন্স। দ্বিতীয়ত, রুরাল পোস্টাল লাইফ ইনস্যুরেন্স।
advertisement
advertisement
১৯৯৫ সালে গ্রাম সুমঙ্গল গ্রামীণ ডাক জীবন বিমা যোজনা প্রকল্প শুরু হয়। এর প্রধান উদ্দেশ্য হল, গ্রামীণ জনসাধারণকে বিমা কভার প্রদান করা। বিশেষ করে গ্রামের প্রান্তিক এবং মহিলাদের মধ্যে বিমা নিয়ে সচেতনতা বাড়াতেই এই স্কিম চালু করেছিল কেন্দ্র।
advertisement
এই প্রকল্পে ৩ খেপে টাকা দেওয়া হয়। অর্থাৎ মেয়াদ শেষের আগেই হাতে টাকা আসার সুবিধা আছে। পলিসি ম্যাচিওর হবার পরে পুরো টাকা তোলা যাবে। এছাড়া যদি ম্যাচিওর হবার আগে কেউ মারা যায় তাহলে পলিসি টাকার পাশাপাশি বোনাসও মিলবে। ১৯ বছর বয়স সর্বোচ্চ ৪৫ বছর বয়স পর্যন্ত এই প্রকল্পের জন্য আবেদন করা যায়।এই স্কিম চালু থাকবে ১৫ বা ২০ বছরের জন্য। গ্রাহকের বয়স ৪০-এর কম হলেই ২০ বছরের পলিসি মিলবে।
advertisement
স্কিমের সুবিধা
· গ্রাম সুমঙ্গল স্কিমটি করা যাবে ১৫ এবং ২০ বছরের জন্য।
· পলিসি ম্যাচিউর হওয়ার আগেই তিনবার টাকা ফেরত পাওয়া যাবে। এর পাশাপাশি পলিসি ম্যাচিওরের পর পুরো টাকা পাবে গ্রাহক।
· যদি পলিসির মেয়াদ শেষের আগেই কোনও ব্যক্তির মৃত্যু হয়, সেক্ষেত্রে বাড়তি সুবিধা রয়েছে। পলিসির টাকার পাশাপাশি বোনাসও পাওয়া যাবে।
advertisement
কারা আবেদন করতেন পারবেন
· যে কোনও ভারতীয় নাগরিক।
· প্রকল্পের আওতায় থাকতে হলে সর্বনিম্ন বয়সসীমা ১৯ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছর।
· ১৫ বছর বা ২০ বছরের জন্য এই পলিসি করা যেতে পারে।
· ২০ বছর পলিসি নেওয়ার সর্বাধিক বয়সসীমা ৪০ বছর নির্ধারণ করা হয়েছে। এতে, সর্বাধিক বিমার পরিমাণ ২০ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায়।
advertisement
প্রকল্পে প্রতি বছর ৪৮ হাজার টাকার বোনাস পাওয়া যায়। এক বছরে সাম অ্যাসিওর্ডের ৭ লক্ষ টাকার বোনাস ৩৩৬০০ টাকা। ২০ বছর ধরে যা দাঁড়াবে ৬.৭২ লাখ টাকা। ২০ বছরে গ্রাহককে বাকি ৪.২ লক্ষ টাকাও দেওয়া হবে। সমস্ত অর্থ যোগ করে ২০ বছরে মোট ১৯.৭২ লক্ষ টাকা মিলবে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Post Office Scheme: দিনে ৯৫ টাকা দিয়ে পেয়ে যাবেন ১৪ লাখ! মালামাল স্কিম পোস্ট অফিসের!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement