TRENDING:

Money Making Ideas: পাহাড়ি গ্রামে প্লাস্টিকের ব্যবহার ছাড়া তৈরি হয় নানা জিনিস! মহিলাদের হাতে দারুন চমক!

Last Updated:

Money Making Ideas: পাহাড় জঙ্গলে ঘেরা এই গ্রামে প্লাস্টিকের ব্যবহার একদম নেই! মানুষের ফেলে দেওয়া জিনিসকেই পুনর্জন্ম দেয় তারা, শুধু তাই নয় পরিবেশবান্ধব বিভিন্ন জিনিস দিয়ে তৈরি হয় নিত্যদিনের ব্যবহৃত বহু জিনিস জেনে রাখুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং: বর্তমানে দার্জিলিঙের বাজার কাঁপাচ্ছে পাহাড়ের স্থানীয় মহিলাদের হাতের তৈরি নানান জিনিস। ইতিমধ্যেই শৈলশহরজুড়ে শীতের আমেজ। প্রত্যেক বছর এই সময় পাহাড়ে ভীড় জমায় প্রচুর পর্যটক সেই অর্থেই বর্তমানে বাজারজুড়ে চাহিদা বাড়ছে পাহাড়ের কোলে স্থানীয়দের হাতের তৈরি বিভিন্ন লোকাল হ্যান্ডমেড জিনিসের।
advertisement

পাহাড়ের রানী দার্জিলিং নামটা শুনলেই সকলের মনে একটা আবেগ কাজ করে।পাহাড়ে ঘুরে বেড়ানোর পাশাপাশি পাহাড়ের স্থানীয় লোকাল জিনিসের ওপর পর্যটকদের বরাবরই আকর্ষণ থাকে। এ অর্থেই বর্তমানে পাহাড়জুড়ে চাহিদা বাড়ছে স্থানীয়দের হাতের বোনা মাফলার টুপি সোয়েটার সহ ঘর সাজানোর নানা জিনিস। তবে বরাবরই মনে প্রশ্ন জাগে সঠিক দামে সঠিক জিনিস কোথায় পাওয়া যাবে..? তবে জেনে রাখুন দার্জিলিং যাওয়ার পথে ৮ মাইলে টিডি ফরেস্ট গার্ডেনে পেয়ে যাবেন নিত্যদিনের ব্যবহৃত জিনিস থেকে শুরু করে ঘর সাজানো থেকে শুরু করে খাওয়া দাওয়া প্রচুর জিনিস।

advertisement

আরও পড়ুন: সাবধান! বাজারে কিন্তু ঢুকে পড়েছে ৫০০ টাকার জাল নোট, বুঝে নিন আসল-নকল চেনার উপায়

এই প্রসঙ্গে স্থানীয় এক মহিলা উপাসনা রাই বলেন পাহাড়ের স্থানীয় কমিউনিটিকে সকলের সামনে তুলে ধরতেই শীত বস্ত্র থেকে শুরু করে ঘর সাজানোর সমস্ত জিনিস বিভিন্ন ধরনের আচার নিজের হাতে তৈরি করে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়। কোন রকমের প্লাস্টিকের ব্যবহার ছাড়াই সমস্ত পরিবেশবান্ধব জিনিস ব্যবহার করেই এই জিনিসগুলি তৈরি করা হয়। বর্তমানে স্থানীয়দের হাতের তৈরি বিভিন্ন জিনিস পর্যটকদের পছন্দের শীর্ষস্থানে এর ফলেই ধীরে ধীরে স্বাবলম্বী হচ্ছে পাহাড়ের স্থানীয় মহিলারা।

advertisement

আরও পড়ুন: এবার কি সস্তা হবে সোনা ? কত কমতে পারে দাম ? কী জানাল বিশেষজ্ঞরা

তাহলে আপনিও যদি দার্জিলিং এ বেড়াতে যান এবং আপনারও স্থানীয়দের হাতের তৈরি লোকাল বিভিন্ন জিনিসপত্র পছন্দের তালিকায় থেকে থাকে তবে দার্জিলিংয়ের আটমাইলের টিডি ফরেস্ট গার্ডেন হতে চলেছে আপনার জন্য সেরা ঠিকানা। শীতের বস্ত্র থেকে শুরু করে নিত্যদিনের প্রয়োজনীয় সমস্ত জিনিস সহ ঘর সাজানোর বিভিন্ন সরঞ্জাম পুরোটাই পরিবেশবান্ধব জিনিস দিয়ে তৈরি করে পাহাড়ের মহিলারা। এই কাজ করেই ইতিমধ্যেই স্বাবলম্বী হয়েছে পাহাড়ের বহু মহিলা।

advertisement

সুজয় ঘোষ

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Ideas: পাহাড়ি গ্রামে প্লাস্টিকের ব্যবহার ছাড়া তৈরি হয় নানা জিনিস! মহিলাদের হাতে দারুন চমক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল