Will Gold Price Drop Now: এবার কি সস্তা হবে সোনা ? কত কমতে পারে দাম ? কী জানাল বিশেষজ্ঞরা

Last Updated:
Will Gold Price Drop Now: বার কি সোনা সস্তা হবে? বাজারে দাম কতটা কমতে পারে তা নিয়ে বিশেষজ্ঞরা জানালেন গুরুত্বপূর্ণ তথ্য ।
1/6
মঙ্গলবার প্রায় ১ লাখ টাকা হয়ে গিয়েছে সোনার দাম ৷  সবার মনে একটাই প্রশ্ন ৷ তাহলে আর কি কমবে সোনার দাম ? কমলে কত কমতে পারে ? এবং কবে কমবে ?  এই বিষয়ে All India Bullion সংস্থার পরেশ চৌহানের সঙ্গে কথা বললেন নিউজ ১৮ মারাঠির বিজনেস রিপোটার্র ক্রান্তি ৷

মঙ্গলবার প্রায় ১ লাখ টাকা হয়ে গিয়েছে সোনার দাম ৷ সবার মনে একটাই প্রশ্ন ৷ তাহলে আর কি কমবে সোনার দাম ? কমলে কত কমতে পারে ? এবং কবে কমবে ? এই বিষয়ে All India Bullion সংস্থার পরেশ চৌহানের সঙ্গে কথা বললেন নিউজ ১৮ মারাঠির বিজনেস রিপোটার্র ক্রান্তি ৷
advertisement
2/6
বিশেষ এই কথোপকথন চৌহান জানিয়েছেন,  বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে আমেরিকা নিজেই ধন্দে রয়েছে যে সোনার দামের উপর কী প্রভাব পড়বে। আমেরিকা ও চিনের পরবর্তী অর্থনৈতিক তথ্য না আসা পর্যন্ত সোনার দাম কমার তেমন কোনও সম্ভাবনা নেই। সহজ ভাষায় বললে, আগামী তিন মাসে সোনার দামে কোনও বড় রকমের পতনের সম্ভাবনা খুবই কম।
বিশেষ এই কথোপকথন চৌহান জানিয়েছেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে আমেরিকা নিজেই ধন্দে রয়েছে যে সোনার দামের উপর কী প্রভাব পড়বে। আমেরিকা ও চিনের পরবর্তী অর্থনৈতিক তথ্য না আসা পর্যন্ত সোনার দাম কমার তেমন কোনও সম্ভাবনা নেই। সহজ ভাষায় বললে, আগামী তিন মাসে সোনার দামে কোনও বড় রকমের পতনের সম্ভাবনা খুবই কম।
advertisement
3/6
সোনায় বিনিয়োগ করার সঠিক সময় - চৌহান জানিয়েছেন, এখনই দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য সঠিক সময় ৷ শর্ট টার্ম বিনিয়োগে বেশি লাভের সম্ভাবনা নেই ৷ তিনি আরও বলেন, ‘সোনা কোনও ট্রেডিং কমোডিটি নয়, বরং এটি একটি বিকল্প মুদ্রা। ভারতে মানুষ সোনা কিনে থাকে প্রচুর পরিমানে কিন্তু কেউ বিক্রি করে না ৷ এই কারণে রিটার্নের হিসেব সেই ভাবে করা হয় না, যে ভাবে এফডি বা শেয়ারের করা হয় ৷ আপনি ব্যাঙ্ক থেকে ৭ শতাংশ রিটার্ন পেলে, সোনার ক্ষেত্রে রিটার্ন কমই হবে ৷’

সোনায় বিনিয়োগ করার সঠিক সময় - চৌহান জানিয়েছেন, এখনই দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য সঠিক সময় ৷ শর্ট টার্ম বিনিয়োগে বেশি লাভের সম্ভাবনা নেই ৷ তিনি আরও বলেন, ‘সোনা কোনও ট্রেডিং কমোডিটি নয়, বরং এটি একটি বিকল্প মুদ্রা। ভারতে মানুষ সোনা কিনে থাকে প্রচুর পরিমানে কিন্তু কেউ বিক্রি করে না ৷ এই কারণে রিটার্নের হিসেব সেই ভাবে করা হয় না, যে ভাবে এফডি বা শেয়ারের করা হয় ৷ আপনি ব্যাঙ্ক থেকে ৭ শতাংশ রিটার্ন পেলে, সোনার ক্ষেত্রে রিটার্ন কমই হবে ৷’
advertisement
4/6
ছোট বিনিয়োগকারীদের জন্য কী পরামর্শ আছে- ছোট বিনিয়োগকারীদের জন্য পরিস্থিতি কিছুটা জটিল হতে পারে। "যদি কেউ ১ লক্ষ টাকার সোনা কেনেন এবং হঠাৎই টাকার দরকার পড়ে যায়, তাহলে বিক্রির সময় ৩% জিএসটি, টিডিএস এবং মেকিং চার্জ কেটে নেওয়া হবে। এর ফলে মোট মূল্যের মাত্র ৯৫-৯৬ শতাংশই তিনি ফেরত পেতে পারেন", জানালেন চৌহান ৷

ছোট বিনিয়োগকারীদের জন্য কী পরামর্শ আছে- ছোট বিনিয়োগকারীদের জন্য পরিস্থিতি কিছুটা জটিল হতে পারে। "যদি কেউ ১ লক্ষ টাকার সোনা কেনেন এবং হঠাৎই টাকার দরকার পড়ে যায়, তাহলে বিক্রির সময় ৩% জিএসটি, টিডিএস এবং মেকিং চার্জ কেটে নেওয়া হবে। এর ফলে মোট মূল্যের মাত্র ৯৫-৯৬ শতাংশই তিনি ফেরত পেতে পারেন", জানালেন চৌহান ৷
advertisement
5/6
গয়নায় বিনিয়োগ নাকি বুলিয়নে — বাজারে সাধারণ ধারণা হল যে গয়না কেনা প্রকৃত বিনিয়োগ নয়। বিশেষজ্ঞদের মতে, যদি সোনায় বিনিয়োগ করতে হয়, তাহলে বুলিয়ন অর্থাৎ সোনার বার বা মুদ্রা (সোনা দিয়ে তৈরি কয়েন) কেনাই ভাল। " গয়না কেনার সময় মেকিং চার্জ ও পলিশিংয়ের মতো অতিরিক্ত খরচ যুক্ত হয়। আর যখন আপনি সেটি বিক্রি করতে যান, তখন দোকানদাররা প্রায়ই গয়নার বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন তোলে এবং সেই কারণে রেট কমিয়ে দেয়।"
গয়নায় বিনিয়োগ নাকি বুলিয়নে — বাজারে সাধারণ ধারণা হল যে গয়না কেনা প্রকৃত বিনিয়োগ নয়। বিশেষজ্ঞদের মতে, যদি সোনায় বিনিয়োগ করতে হয়, তাহলে বুলিয়ন অর্থাৎ সোনার বার বা মুদ্রা (সোনা দিয়ে তৈরি কয়েন) কেনাই ভাল। " গয়না কেনার সময় মেকিং চার্জ ও পলিশিংয়ের মতো অতিরিক্ত খরচ যুক্ত হয়। আর যখন আপনি সেটি বিক্রি করতে যান, তখন দোকানদাররা প্রায়ই গয়নার বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন তোলে এবং সেই কারণে রেট কমিয়ে দেয়।"
advertisement
6/6
ছোট শহরগুলিতে কি সোনার রেট আলাদা হয়? —চৌহান জানিয়েছেন, ‘যদি আপনি মুম্বইয়ে সোনা বিক্রি করেন, তাহলে একরকম দাম পাবেন, আর জলগাঁও বা সোলাপুরের মতো ছোট শহরে বিক্রি করলে রেট কম হবে। কারণ ওই এলাকার ডিলাররা সোনা বড় শহরে পাঠান, আর তাতে পরিবহন খরচ ও ঝুঁকির খরচও যুক্ত হয়। এই কারণে ছোট শহরের ক্রেতাদের কিছুটা ক্ষতির মুখে পড়তে হতে পারে।’
ছোট শহরগুলিতে কি সোনার রেট আলাদা হয়? —চৌহান জানিয়েছেন, ‘যদি আপনি মুম্বইয়ে সোনা বিক্রি করেন, তাহলে একরকম দাম পাবেন, আর জলগাঁও বা সোলাপুরের মতো ছোট শহরে বিক্রি করলে রেট কম হবে। কারণ ওই এলাকার ডিলাররা সোনা বড় শহরে পাঠান, আর তাতে পরিবহন খরচ ও ঝুঁকির খরচও যুক্ত হয়। এই কারণে ছোট শহরের ক্রেতাদের কিছুটা ক্ষতির মুখে পড়তে হতে পারে।’
advertisement
advertisement
advertisement