Fake 500 Rupees Note: সাবধান! বাজারে কিন্তু ঢুকে পড়েছে ৫০০ টাকার জাল নোট, বুঝে নিন আসল-নকল চেনার উপায়

Last Updated:
Fake 500 Rupees Note: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সতর্কতা জারি করে বলা হয়েছে যে, বাজারে ছড়িয়ে পড়া জাল ৫০০ টাকার নোট দেখতে অবিকল আসল ৫০০ টাকার নোটের মতোই। এ নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে খোদ স্বরাষ্ট্র মন্ত্রকও। 
1/6
বাড়ির সিন্দুকে কিংবা ওয়ালেটে তো ৫০০ টাকার নোট থাকেই। কিন্তু সেটা কি আদৌ আসল না কি জাল, তা পরীক্ষা করে দেখে নিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি সতর্কতা জারি করে সকলকে ৫০০ টাকার নোটের উপর বিশেষ নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী একটি গভীর সতর্কবার্তা জারি করে বলা হয়েছে যে, ইতিমধ্যেই বাজারে ঢুকে পড়েছে জাল নোট। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সতর্কতা জারি করে বলা হয়েছে যে, বাজারে ছড়িয়ে পড়া জাল ৫০০ টাকার নোট দেখতে অবিকল আসল ৫০০ টাকার নোটের মতোই। এ নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে খোদ স্বরাষ্ট্র মন্ত্রকও।
বাড়ির সিন্দুকে কিংবা ওয়ালেটে তো ৫০০ টাকার নোট থাকেই। কিন্তু সেটা কি আদৌ আসল না কি জাল, তা পরীক্ষা করে দেখে নিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি সতর্কতা জারি করে সকলকে ৫০০ টাকার নোটের উপর বিশেষ নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী একটি গভীর সতর্কবার্তা জারি করে বলা হয়েছে যে, ইতিমধ্যেই বাজারে ঢুকে পড়েছে জাল নোট। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সতর্কতা জারি করে বলা হয়েছে যে, বাজারে ছড়িয়ে পড়া জাল ৫০০ টাকার নোট দেখতে অবিকল আসল ৫০০ টাকার নোটের মতোই। এ নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে খোদ স্বরাষ্ট্র মন্ত্রকও।
advertisement
2/6
স্বরাষ্ট্র মন্ত্রীর মতে, আসল আর জাল ৫০০ টাকার নোট দেখতে একই রকম। আর একঝলকে আসল-নকলের ফারাক বোঝাই যাবে না। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পরামর্শ দিয়েছে যে, কিছু আইডেন্টিফিকেশন মার্ক বা শনাক্তকরণের চিহ্ন রয়েছে। যার সাহায্যে জাল নোট চিহ্নিত করা সম্ভব।
স্বরাষ্ট্র মন্ত্রীর মতে, আসল আর জাল ৫০০ টাকার নোট দেখতে একই রকম। আর একঝলকে আসল-নকলের ফারাক বোঝাই যাবে না। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পরামর্শ দিয়েছে যে, কিছু আইডেন্টিফিকেশন মার্ক বা শনাক্তকরণের চিহ্ন রয়েছে। যার সাহায্যে জাল নোট চিহ্নিত করা সম্ভব।
advertisement
3/6
স্বরাষ্ট্র মন্ত্রীর মতে, আসল আর জাল ৫০০ টাকার নোট দেখতে একই রকম। আর একঝলকে আসল-নকলের ফারাক বোঝাই যাবে না। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পরামর্শ দিয়েছে যে, কিছু আইডেন্টিফিকেশন মার্ক বা শনাক্তকরণের চিহ্ন রয়েছে। যার সাহায্যে জাল নোট চিহ্নিত করা সম্ভব।
স্বরাষ্ট্র মন্ত্রীর মতে, আসল আর জাল ৫০০ টাকার নোট দেখতে একই রকম। আর একঝলকে আসল-নকলের ফারাক বোঝাই যাবে না। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পরামর্শ দিয়েছে যে, কিছু আইডেন্টিফিকেশন মার্ক বা শনাক্তকরণের চিহ্ন রয়েছে। যার সাহায্যে জাল নোট চিহ্নিত করা সম্ভব।
advertisement
4/6
সোমবারই নতুন জাল ৫০০ টাকার নোট নিয়ে হাই অ্যালার্ট জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এমনকী ডিরেক্টোরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই), ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (এফআইইউ), সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই), ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ), সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)-সহ প্রধান আর্থিক এবং রেগুলেটরি বডিকে অ্যালার্ট পাঠানো হয়েছে। এখানে আসল এবং জাল নোট সংক্রান্ত ফারাকের কথাও বলা হয়েছে।
সোমবারই নতুন জাল ৫০০ টাকার নোট নিয়ে হাই অ্যালার্ট জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এমনকী ডিরেক্টোরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই), ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (এফআইইউ), সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই), ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ), সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)-সহ প্রধান আর্থিক এবং রেগুলেটরি বডিকে অ্যালার্ট পাঠানো হয়েছে। এখানে আসল এবং জাল নোট সংক্রান্ত ফারাকের কথাও বলা হয়েছে।
advertisement
5/6
প্রাপ্ত তথ্য পর্যালোচনা করেছে News18। সেই তথ্য বলছে যে, ৫০০ টাকার জাল নোট দেখতে অবিকল আসলের মতোই। শুধুমাত্র ইংরাজি শব্দের একটা ছোট্ট ভুলই জাল নোটকে চিনিয়ে দেবে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বলা হয়েছে যে, ৫০০ টাকার জাল আর আসল নোট একই রকম দেখতে। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই-এর একটা বানানের ভুলই অনায়াসে চিনিয়ে দেবে নকল নোটকে। ৫০০ টাকার জাল নোটে RESERVE BANK OF INDIA লেখায় একটা ছোট্ট ভুল রয়েছে। আর সেই ভুলটা হল, RESERVE বানানে E-র বদলে ভুল করে লেখা রয়েছে A।
প্রাপ্ত তথ্য পর্যালোচনা করেছে News18। সেই তথ্য বলছে যে, ৫০০ টাকার জাল নোট দেখতে অবিকল আসলের মতোই। শুধুমাত্র ইংরাজি শব্দের একটা ছোট্ট ভুলই জাল নোটকে চিনিয়ে দেবে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বলা হয়েছে যে, ৫০০ টাকার জাল আর আসল নোট একই রকম দেখতে। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই-এর একটা বানানের ভুলই অনায়াসে চিনিয়ে দেবে নকল নোটকে। ৫০০ টাকার জাল নোটে RESERVE BANK OF INDIA লেখায় একটা ছোট্ট ভুল রয়েছে। আর সেই ভুলটা হল, RESERVE বানানে E-র বদলে ভুল করে লেখা রয়েছে A।
advertisement
6/6
সমস্ত নাগরিক এবং প্রতিষ্ঠানকে আরও সতর্ক হয়ে ৫০০ টাকার নোট খুঁটিয়ে পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন আধিকারিকরা। এমনকী এ-ও নির্দেশ দেওয়া হয়েছে যে, কোনও সন্দেহজনক নোট দেখলে অবিলম্বে তা জানাতে হবে। টেরর ফান্ডিং ইনভেস্টিগেশনে যুক্ত এক সিনিয়র আধিকারিক বলেন যে, কত পরিমাণ জাল নোট বাজারে ছড়িয়ে পড়েছে, তা কোনও সংস্থার তরফেই বলা সম্ভব হবে না।
সমস্ত নাগরিক এবং প্রতিষ্ঠানকে আরও সতর্ক হয়ে ৫০০ টাকার নোট খুঁটিয়ে পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন আধিকারিকরা। এমনকী এ-ও নির্দেশ দেওয়া হয়েছে যে, কোনও সন্দেহজনক নোট দেখলে অবিলম্বে তা জানাতে হবে। টেরর ফান্ডিং ইনভেস্টিগেশনে যুক্ত এক সিনিয়র আধিকারিক বলেন যে, কত পরিমাণ জাল নোট বাজারে ছড়িয়ে পড়েছে, তা কোনও সংস্থার তরফেই বলা সম্ভব হবে না।
advertisement
advertisement
advertisement