যদি ই-কেওয়াইসি এখনও না করা হয়ে থাকে এবং দ্বাদশ কিস্তির টাকা অ্যাকাউন্টে না ঢোকে তাহলে অবিলম্বে ই-কেওয়াইসি করা উচিত। ১৭ অক্টোবর, কেন্দ্রীয় সরকার ৮ কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে পিএম কিষান সম্মান নিধি যোজনার (প্রধানমন্ত্রী কিষাণ যোজনা) ১২ তম কিস্তির টাকা স্থানান্তর করেছে।
আরও পড়ুন: দেশে এবার তৈরি হচ্ছে প্রথম বেসরকারি কৃষি মান্ডি, এক ছাদের তলায় মিলবে সব কিছু!
advertisement
এখনও ই-কেওয়াইসি করা যায়: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি) প্রকল্পে টাকা পাঠানো চলছে। এই প্রকল্পে নিবন্ধিত কৃষকদের বছরে ছয় হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। যে সমস্ত কৃষকরা ই-কেওয়াইসি করেননি, সরকার তাঁদের এই কাজ করার আরও একটি সুযোগ দিয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত একটি বার্তা অনুসারে https://pmkisan.gov.in/ ওয়েবসাইটে কৃষকরা এখনও প্রধানমন্ত্রী কিষাণ যোজনার জন্য ই-কেওয়াইসি করতে পারেন।
আরও পড়ুন: আজকের ডে ট্রেডিং গাইড, এই ৪ স্টকে মালামাল হওয়ার সম্ভাবনা!
২টি উপায়ে ই-কেওয়াইসি করা যায়: যে সমস্ত কৃষকরা এখনও ই-কেওয়াইসি করেননি, সেই কৃষকরা দুটি উপায়ে পিএম কিষানের জন্য ই-কেওয়াইসি সম্পূর্ণ করতে পারেন। ঘরে বসেই অনলাইনে প্রধানমন্ত্রী কিষানের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই কাজ করা যাবে। এছাড়াও কৃষকরা নিকটস্থ কমন সার্ভিস সেন্টারে (সিএসসি) গিয়ে তাদের ই-কেওয়াইসি করাতে পারেন। যদি কৃষক নিজে ওটিপির মাধ্যমে ই-কেওয়াইসি করেন, তবে কোনও টাকা দিতে হবে না, কিন্তু যদি কমন সার্ভিস সেন্টারে গিয়ে ই-কেওয়াইসি করান, তবে কিছু টাকা টাকা খরচ করতে হবে।
বিনামূল্যে অনলাইনে ই-কেওয়াইসি করার পদ্ধতি: প্রথমে PM Kisan ওয়েবসাইট https://pmkisan.gov.in/-এ যেতে হবে।
তারপর 'ফার্মার্স কর্নার'-এর নিচে লেখা ই-কেওয়াইসি ট্যাবে ক্লিক করতে হবে।
যে পৃষ্ঠাটি খুলবে সেখানে আধার নম্বরের তথ্য দিয়ে ক্লিক করতে হবে সার্চ অপশনে।
এরপর নিবন্ধিত মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেটা দিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করতে হবে। ব্যস, ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ।