TRENDING:

PM Kisan : আপনার স্টেটাসে এটা দেখাচ্ছে ? তাহলে শীঘ্রই অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা!

Last Updated:

PM Kisan: ২০১৪ সালে দেশের কৃষকদের আর্থিক সাহায্য করার উদ্দেশ্যে এই যোজনা শুরু করেছিল মোদি সরকার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দেশের কোটি কোটি কৃষকরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আগামী কিস্তির টাকার জন্য অপেক্ষায় রয়েছেন ৷ এর জন্য ই-কেওয়াইসি প্রক্রিয়া চলছে ৷ পিএম কিষান ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, যে কৃষকদের ই-কেওয়াইসি আপডেট হয়ে গিয়েছে তাদের স্টেটাসও আপডেট করা হচ্ছে ৷ কৃষকদের স্টেটাসে যদি FTO is Generated and Payment confirmation is pending লেখা আসে তার মানে সরকারে তরফে ভেরিফিকেশন হয়ে গিয়েছে এবং সরকার পেমেন্ট নিয়ে কনফার্মেশন জারি করে দিয়েছে ৷ এই কৃষকদের অ্যাকাউন্টে শীঘ্রই আসতে চলেছে আগামী কিস্তির টাকা ৷
advertisement

আরও পড়ুন: শনিবারের ভাগ্যবান বিজেতা কি আপনিই? জানুন আজকের ডিয়ার বঙ্গশ্রী দামোদর লটারির ফল

আবার কিছু কৃষকদের অ্যাকাউন্টে e-KYC লেখা রয়েছে ৷ এই কৃষকদের আগামী কিস্তির টাকা পাওয়ার জন্য প্রথমে ই-কেওয়াইসি আপডেট করতে হবে ৷ এপ্রিল থেকে অনলাইন ই-কেওয়াইসি প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে ৷ এখন এর জন্য কৃষকদের কমন সার্ভিস সেন্টারে যেতে হবে ৷

advertisement

আরও পড়ুন: এসবিআই-তে এফডি না কি পোস্ট অফিসে টার্ম ডিপোজিট? আপনি কোনটা বাছবেন?

এই দিন আসতে পারে টাকা-

অনুমান করা হচ্ছে এপ্রিলে সরকার কৃষকদের যোজনার ১১তম কিস্তির টাকা দিতে চলেছে ৷ এটাও অনুমান করা হচ্ছে যে রামনবমীর দিন অর্থাৎ ১৪ এপ্রিল আম্বেদকর জয়ন্তীতে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারে সরকার  ৷ গত বছর এপ্রিল-জুলাইয়ের কিস্তির টাকা ১৫ মে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল ৷ সেই হিসেব অনুযায়ী, এবার এক মাস আগেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হতে পারে ৷

advertisement

আরও পড়ুন: ব্যাঙ্কে লকার ভাড়া নেওয়া এখন আরও নিরাপদ, কী বলছে আরবিআইয়ের নয়া নিয়ম?

২০১৪ সালে দেশের কৃষকদের আর্থিক সাহায্য করার উদ্দেশ্যে এই যোজনা শুরু করেছিল মোদি সরকার ৷ যোজনায় কৃষকদের বছরে ৬০০০ টাকা অর্থাৎ ৫০০ টাকা করে আর্থিক সাহায্য করা হয় ৷ বছরে তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা সরাসরি ট্রান্সফার করা হয়ে থাকে ৷

advertisement

কৃষকরা এই ভাবে চেক করে নিন স্টেটাস

  • সবার প্রথমে pmkisan.gov.in ওয়েবসাইটে যেতে হবে
  • ওয়েবসাইটের বাঁদিকে কিষান কর্নারে ক্লিক করতে হবে
  • এরপর বেনিফিশিয়ারি স্টেটাসে ক্লিক করতে হবে
  • এখানে আধার নম্বর, মোবাইল নম্বর দিয়ে লিস্টে নিজের নাম চেক করতে পারবেন
  • আপনার নামের আগে FTO is Generated and Payment confirmation is pending লেখা রয়েছে কিনা দেখে নিন
  • advertisement

  • কোনও রকমের সমস্যার ক্ষেত্রে হেল্পলাইনে ফোন করে অভিযোগ জানাতে পারবেন
  • সেরা ভিডিও

    আরও দেখুন
    প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
    আরও দেখুন

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan : আপনার স্টেটাসে এটা দেখাচ্ছে ? তাহলে শীঘ্রই অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল