তবে এ-বার এসবিআই (SBI) গ্রাহকদের সুবিধার্থে নিয়ে এল নতুন এক পরিষেবা। তাতে ডিজিটাল পদ্ধতিতেই ওই ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন গ্রাহকরা। অর্থাৎ যাঁরা এই মুহূর্তে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোনও শাখায় সেভিংস অ্যাকাউন্ট খুলতে চাইছেন, তাঁরা ব্যাঙ্কে না-গিয়েও ঘরে বসে অনায়াসেই তা খুলে নিতে পারবেন। জানা গিয়েছে যে, ইয়োনো (YONO) অ্যাপ ব্যবহার করেই স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন।
advertisement
আরও পড়ুন: সেপ্টেম্বরে ১২দিন হবে না ব্যাঙ্কের কোনও কাজকর্ম, দেখে নিন ছুটির পুরো লিস্ট
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)-র তরফে সম্প্রতি একটি ট্যুইট করে জানিয়েছে যে, এসবিআই-এর ইয়োনো অ্যাপ ব্যবহার করে, যে কেউ যে কোনও সময় ঘরে বসেই খুলতে পারবেন সেভিংস অ্যাকাউন্ট (Savings Account)। ওই ব্যাঙ্কের তরফে আরও জানানো হয়েছে যে, সম্পূর্ণ ডিজিটাল ভাবেই এই প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে। সহজ ভাবে বলতে গেলে, এই পরিষেবাটি পুরোপুরি ভাবে পেপারলেস থাকবে।
এমনকী এর জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোনও ব্রাঞ্চেও যেতে হবে না। ওটিপি-ভিত্তিক অথেন্টিকেশনের মাধ্যমেই খোলা যাবে স্টেট ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট। অর্থাৎ জরুরি তথ্য যাচাই করানোর পর ফোনেই আসবে ওটিপি। তবে এ-ক্ষেত্রে গ্রাহকদের কেওয়াইসি (KYC) যাচাই করা হবে ভিডিও-র মাধ্যমে। তা-হলে এক নজরে দেখে নেওয়া যাক, অনলাইনে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট খোলার সহজ উপায়।
আরও পড়ুন: আগামিকালের মধ্যে এই কাজটি না করলে মিলবে না পিএম কিষান যোজনার আগামী কিস্তির টাকা
অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমেই গ্রাহকদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইয়োনো অ্যাপে যেতে হবে। এর পর সেখানে বেছে নিতে হবে ‘অ্যাকাউন্ট ওপেনিং’ অপশন।
এ-বার বেছে নিতে হবে ‘ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট’ অপশন এবং ক্লিক করতে হবে ‘অ্যাপ্লাই নাও’ অপশনে।
এর পর বেছে নিতে হবে ‘ওপেন উইথ আধার ইউজিং ই-কেওয়াইসি’ (বায়োমেট্রিক অথেন্টিকেশন)। এ-বার তাতে গ্রাহকদের ই-মেল অ্যাড্রেস এবং মোবাইল নম্বর দিতে হবে।
ওটিপি ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য গ্রাহকদের প্যান নম্বরও দিতে হবে। এ-ক্ষেত্রে সেখানে দেওয়া সমস্ত তথ্য অ্যাকসেপ্ট করতে হবে।
নিজের বিষয়ে সম্পূর্ণ তথ্য দেওয়ার পরে নিজের একটি সেলফি তুলতে হবে গ্রাহককে।
গ্রাহকদের বার্ষিক আয়, শিক্ষা, ধর্ম, বিবাহ সংক্রান্ত তথ্যের পাশাপাশি মা এবং বাবার তথ্য, নিজেদের পেশা এবং নমিনি সংক্রান্ত তথ্য দিতে হবে।
এর পর বেছে নিতে হবে নিজেদের কার্ডের টাইপ এবং ভার্সন। আর গ্রাহককে নিজের ডিজিটাল সেভিংস অ্যাকাউন্টের পরিষেবাও বেছে নিতে হবে।
এ-বার সেখানে দেওয়া শর্তাবলী সত্য বলে স্বীকার করে নিতে হবে গ্রাহককে। সেটা স্বীকার করার পর ওটিপি ভেরিফাই হয়ে গেলে সম্পূর্ণ হবে কাজ। খুলে যাবে ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট।