Bank Holidays : সেপ্টেম্বরে ১২দিন হবে না ব্যাঙ্কের কোনও কাজকর্ম, দেখে নিন ছুটির পুরো লিস্ট

Last Updated:

এক নজরে দেখে নিন সেপ্টেম্বর মাসে ব্যাঙ্কের ছুটির পুরো তালিকা-

#নয়াদিল্লি: সেপ্টেম্বর মাসে বিভিন্ন রাজ্যে ব্যাঙ্ক প্রায় ১২দিন বন্ধ থাকবে ৷ আগামী মাসের আপনারও যদি ব্যাঙ্কের কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকে তাহলে অবশ্যই আগে চেক করে নেবেন ছুটির পুরো লিস্ট ৷ না হলে ব্যাঙ্কে গিয়ে খালি হাতে ফিরে আসতে হতে পারে ৷
রিজার্ভ ব্যাঙ্ক প্রতি বছরের জন্য ব্যাঙ্কের ছুটির একটি লিস্ট জারি করে থাকে ৷ রাষ্ট্রীয় ছুটিতে সাধারণত গোটা দেশে বন্ধ থাকে ব্যাঙ্ক ৷ তবে বিভিন্ন রাজ্যে তাদের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বা উৎসব অনুযায়ী ব্যাঙ্কের ছুটি থাকে ৷ সে ক্ষেত্রে তখন কেবল বিশেষ কিছু রাজ্যে ব্যাঙ্কের সমস্ত শাখা বন্ধ থাকে ৷
advertisement
advertisement
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ছুটি লিস্ট তিনটি ভাগে হয়- Holiday under Negotiable Instruments Act, দ্বিতীয় Holiday under Negotiable Instruments Act and Real-Time Gross Settlement Holiday এবং তৃতীয় Banks’ Closing of Accounts হলিডে হয় ৷
সেপ্টেম্বর মাসের ছুটির লিস্ট
১ সেপ্টেম্বর,২০২২- গণেশ চতুর্থী
advertisement
৪ সেপ্টেম্বর, ২০২২- রবিবার
৬ সেপ্টেম্বর, ২০২২- বিশ্বকর্মা পুজোয় ঝাড়খণ্ডে ব্যাঙ্ক বন্ধ
৭-৮ সেপ্টেম্বর, ২০২২- ওনামের জন্য তিরুঅন্ততপুরম, কোচিতে ব্যাঙ্ক বন্ধ
৯ সেপ্টেম্বর, ২০২২- ইন্দ্রজাতার জেরে গ্যাংটকে বন্ধ ব্যাঙ্ক
১০ সেপ্টেম্বর, ২০২২- তিরুঅন্ততপুরম, কোচিতে বন্ধ ব্যাঙ্ক
১১ সেপ্টেম্বর, ২০২২- রবিবার
১৮ সেপ্টেম্বর, ২০২২- রবিবার
২১ সেপ্টেম্বর, ২০২২- তিরুঅন্ততপুরম, কোচিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক
advertisement
২৪ সেপ্টেম্বর, ২০২২- চতুর্থ শনিবার
২৫ সেপ্টেম্বর, ২০২২ - রবিবার
২৬ সেপ্টেম্বর, ২০২২- জয়পুর ও ইম্ফলে বন্ধ থাকবে ব্যাঙ্ক
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank Holidays : সেপ্টেম্বরে ১২দিন হবে না ব্যাঙ্কের কোনও কাজকর্ম, দেখে নিন ছুটির পুরো লিস্ট
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement