গাড়ি কিনতে হলে অপেক্ষা করে যান আর কয়েকটা দিন! উৎসবের মরসুমে ভারতের বাজারে আসতে চলেছে এক ঝাঁক নতুন গাড়ি!

Last Updated:

প্রতি বছরের মতো এই বছরেও গাড়ি নির্মাতা সংস্থাগুলি নতুন নতুন মডেল লঞ্চ করতে চলেছে।

#কলকাতা: সামনেই উৎসবের মরসুম। ফলে উৎসবের আনন্দে মেতে উঠবে গোটা দেশ। আর এই সময় বিশেষ করে দিওয়ালির সময় অনেকেই গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন। তাই সেই বিষয়টা মাথায় রেখেই প্রতি বছরের মতো এই বছরেও গাড়ি নির্মাতা সংস্থাগুলি নতুন নতুন মডেল লঞ্চ করতে চলেছে।
ফেসলিফ্ট থেকে স্পেশাল এডিশন এবং হাইব্রিড থেকে অল-ইলেকট্রিক এসইউভি (SUV) পর্যন্ত - টাটা (Tata), মাহিন্দ্রা (Mahindra), মারুতি সুজুকি (Maruti Suzuki) এবং টোয়োটা (Toyota)-সহ একাধিক সংস্থাই তাদের গাড়ি বাজারে আনবে আগামী মাসেই। এই প্রতিবেদনের এমনই কয়েকটি নতুন মডেল নিয়ে আলোচনা করা হল, যা খুব শীঘ্রই লঞ্চ হবে।
advertisement
advertisement
Kia Sonet X Line:
দিন কয়েক আগেই জানানো হয়েছে, যে Sonet X Line কসমেটিক আপডেট-সহ চালু করা হবে। গ্লস ব্ল্যাক এবং অরেঞ্জ এক্সেন্টের সঙ্গে ম্যাট গ্রে এক্সটিরিয়র ফিনিশ পাওয়া যাবে এই গাড়িতে। গাড়ির অ্যালয় হুইলেও নতুন ডিজাইন আনা হবে। এই গাড়ির ভিতরের দিকে ইন্ডিগো প্যারা সিটের সঙ্গে হানিকোম্ব বা মৌচাকের মতো প্যাটার্ন এবং গ্রে স্টিচিং থাকবে। যা দেখা গিয়েছে সেল্টোস এক্স লাইন গাড়িতে।
advertisement
Mahindra XUV300 turbo:
১৩১অশ্বশক্তি (131hp), ১.২-লিটার mStallion ডিরেক্ট ইঞ্জেকশন টার্বো-পেট্রোল ইঞ্জিন-সহ XUV300 গাড়িটির জন্য গ্রাহকরা অনেক দিন ধরেই অপেক্ষা করে রয়েছেন। কিন্তু Mahindra সম্প্রতি অন্য একটি শক্তিশালী SUV লঞ্চ করার বিষয়টি নিশ্চিত করে একটি টিজার প্রকাশ করেছে। উৎসবের মরসুমের সময়েই বাজারে আসার কথা এই গাড়ির।
MG Hector facelift:
এটাই হল ভারতে এই কোম্পানির প্রথম গাড়ি, যা ২০১৯ সালে ভারতীয় বাজারে লঞ্চ করা হয়। এই গাড়িটি ভারতে খুবই জনপ্রিয়তা লাভ করে। সংস্থা এই গাড়ির ফেসলিফ্ট দিওয়ালির সময় বাজারে আসতে চলেছে।
advertisement
Harrier/Safari:
টাটা-র এই দুটি গাড়িই ভারতে বেশ জনপ্রিয়। গ্রাহকরা এই দুটি গাড়ির আপডেট ভার্সনের জন্য অপেক্ষা করে রয়েছেন। সাফারি হল টাটা কোম্পানির সবচেয়ে জনপ্রিয় মডেলগুলির মধ্যে একটি। সংস্থার তরফে কিছু দিন আগে এই গাড়ির নতুন ভার্সন পুনরায় লঞ্চ করা হয়েছে। উৎসবের মরসুমে টাটার এই দুই গাড়িরই নতুন মডেল লঞ্চ করা হবে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
গাড়ি কিনতে হলে অপেক্ষা করে যান আর কয়েকটা দিন! উৎসবের মরসুমে ভারতের বাজারে আসতে চলেছে এক ঝাঁক নতুন গাড়ি!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement