আরও পড়ুন: এখনও আসেনি কিস্তির টাকা ? এই তারিখে অ্যাকাউন্টে ক্রেডিট হবে টাকা ....
আপনি আপনার স্বামী বা স্ত্রী, সন্তান বা বাবা-মাকে আপনার নমিনি বানাতে পারবেন ৷ অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, বেশ কয়েকজন একজনকে নমিনি রেখেছিলেন প্রথমে কিন্তু পরে সেটা বদলাতে বাধ্য হয়েছেন ৷ আপনার পলিসি ম্যাচিউর হওয়ার আগে যে কোনও সময় একজন বা একের বেশি ব্যক্তিকে আপনার নমিনি বানাতে পারবেন আপনার নমিনি থেকে নাম সরাতেও পারবেন ৷
advertisement
আরও পড়ুন: টাকার দরকার পড়লে কীভাবে PF অ্যাকাউন্ট থেকে তুলবেন টাকা ? জেনে নিন পুরো পদ্ধতি....
এলআইসি পলিসির ক্ষেত্রে নমিনির নাম বদলে কাজ অনলাইনে হয় না ৷ এটা আপনাকে অফলাইনেই করতে হবে৷ এর জন্য প্রথমে এলআইসি-র ওয়েবসাইটে যেতে হবে ৷ সেখানে নমিনি বদলানোর যে ফর্ম রয়েছে সেটা ডাউনলোড করতে হবে ৷ ফর্ম ডাউনলোড করে আপনার নমিনি সম্পর্কে সমস্ত তথ্য দিতে হবে এবং ফর্ম সেখানে জমা দিতে হবে যেখান থেকে আপনি পলিসি করিয়েছেন ৷ অর্থাৎ আপনার এলআইসি-র ব্রাঞ্চে গিয়ে ফর্ম জমা দিতে হবে ৷
আরও পড়ুন: হোম লোন নেওয়ার সময় কী কী প্রয়োজনীয় নথি জমা দিতে হয়?
এখানে আপনাকে আরও একটি বিষয়ে খেয়াল রাখতে হবে ৷ যে ব্যক্তিকে আপনি আপনার নমিনি করছেন তার সঙ্গে আপনার সম্পর্কের প্রমাণ জমা দিতে হবে ৷ এর পাশাপাশি নমিনি বদলানোর জন্য আপনাকে জিএসটি যুক্ত একটি ফি জমা করতে হেব ৷