দেখে নিন কারা পাবেন এই সুবিধা ?
এই যোজনার সুবিধা শহরে বসবাসকারী গরিব পরিবাররা পাবেন ৷ এর পাশাপাশি চাকরির জন্য দেশের বিভিন্ন প্রান্তে জায়গা বদলাতে থাকা ব্যক্তিরাও এই সুবিধা পাবেন ৷ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই স্কিমে প্রথমেই ১ কোটি গ্যাস কানেকশন দেওয়া ঘোষণা করেছেন ৷
advertisement
২০১৬ সালে শুরু হয়েছিল এই যোজনা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১ মে ২০১৬ থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (Ujjwala Yojana) শুরু করেছিল ৷ মহিলাদের সুবিধার্থে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার গ্যাস কানেকশন ( LPG Connection) দেওয়ার উদ্দেশ্যে এই যোজনা বানিয়েছিল ৷ এই যোজনায় বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার কানেকশনের ( LPG Connection) জন্য বাড়িতে বসেই আবেদন জানাতে পারবেন ৷ আবেদনকারী মহিলার বয়স ১৮ বছরের বেশি হতে হবে ৷ আবেদনকারীর কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিপিএল কার্ড (BPL Card) থাকা বাধ্যতামূলক ৷
এই ভাবে অনলাইনে করুণ আবেদন...
- এর জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে
- pmujjwalayojana.com এ ক্লিক করতে হবে
- হোমপেজে ডাউনলোড ফর্মে গিয়ে ক্লিক করতে হবে
- ডাউনলোড ফর্মে ক্লিক করার পর পিএম উজ্জ্বলা যোজনার ফর্ম চলে আসবে
- এবার ফর্মে নিজের নাম, ই-মেল আইডি, ফোন নম্বর ও ক্যাপচা কোড দিতে হবে
- এরপর ওটিপি জেনারেট করার জন্য বটন ক্লিক করতে হবে
- এরপর ডাউনলোড করে নিন ফর্ম
ফর্ম নিকটবর্তী এলপিজি গ্যাস এজেন্সিতে জমা করতে হবে
ফর্ম ডাউনলোড করে নিকটবর্তী এলপিজি এজেন্সিতে জমা করতে হবে ৷ এর সঙ্গে আধার কার্ড, স্থানীয় ঠিকানার প্রমান পত্র, বিপিএল রেশন কার্ড ও ফটো জমা দিতে হবে ৷ ডকুমেন্ট ভেরিফাই করার পর আপনি এলপিজি কানেকশন পেয়ে যাবেন ৷