আরও পড়ুন: ব্যাঙ্কে এফডি করছেন? দেখে নিন ট্যাক্স ছাড় পাবেন কীভাবে, মিলবে কী কী সুবিধা!
১. নোটটি লাইটের সামনে রাখলে ৫০০ লেখা স্পষ্ট দেখা গেলে সেটা আসল ৷
২. আসল ৫০০ টাকার নোটে দেবনগরীতে ৫০০ লেখা থাকবে ৷
৩. পুরনো নোটের তুলনায় মহাত্মা গান্ধির ছবির ওরিয়েন্টেশন ও পজিশন সামান্য আলাদা হবে ৷
advertisement
৪. নোটটা হাল্কা মুড়লে সিকিউরিটি থ্রেডের রঙ সবুজ থেকে নীল হয়ে যাবে ৷
আরও পড়ুন: ব্যাঙ্ক ডিপোজিটের থেকে রেকারিং ডিপোজিট লাভজনক কেন? জেনে নিন...
৫. পুরনো নোটের তুলনায় গ্যারেন্টি ক্লজ, প্রতিশ্রুতির বয়ান, গর্ভনারের স্বাক্ষর, আরবিআই এর লোগো ডান দিকে সরানো হয়েছে ৷
৬. আসল নোটে মহাত্মা গান্ধির ছবি ও ইলেক্ট্রোটাইপ ওয়াটারমার্ক রয়েছে ৷
৭. উপরের বাঁ দিকে এবং নীচের ডান দিকে লেখা নম্বর বাঁ থেকে ডান দিকে বড় হতে থাকে ৷
আরও পড়ুন: দেশের ৪টি বড় ব্যাঙ্ক বদলাল তাদের বেশ কিছু নিয়ম, জেনে নিন না হলে পড়তে হবে সমস্যায়
৮. ডান দিকে অশোক স্তম্ভ রয়েছে ৷ ডান দিকে সার্কেল বক্সে ৫০০ লেখা রয়েছে ৷
৯. নোটের পিছন দিকে নোট ছাপার বছর লেখা থাকবে ৷
১০. স্লোগানের সঙ্গে ‘স্বচ্ছ ভারত’ লেখা থাকবে ৷
১১. নোটের উল্টো দিকে লালকেল্লার ছবি থাকবে।