আরও পড়ুন: পছন্দ নয় আধার কার্ডে নিজের ছবি ? জেনে নিন কী ভাবে বদলাবেন...
অনুমান করা হচ্ছে এবারের বাজেটে দরিদ্র মানুষের জন্য খাদ্য সাবসিডি এবং কৃষকদের জন্য ফার্টিলাইজারের জন্য দেওয়া সাবসিডির লিমিট বাড়ানো হতে পারে ৷ সূত্রের খবর অনুযায়ী, এবারের বাজেটে সরকার খাদ্য এবং সারের উপরে সাবসিডি প্রায় ৪০ বিলিয়ান ডলার করতে পারে ৷
advertisement
আরও পড়ুন: ১ ফেব্রুয়ারি থেকে বদলাতে চলেছে ব্যাঙ্কের একাধিক নিয়ম, জেনে নিন...
মহামারির জেরে বাড়ানো হতে পারে সাবসিডি
চলতি আর্থিক বছরের শুরুতে কেন্দ্র সরকার সারের উপরে সাবসিডি বাড়িয়েছে ৷ এবারের বাজেটে আরও বাড়ানো হতে পারে সারের উপরে সাবসিডি ৷ মঙ্গলবার বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন ৷ সূত্রের খবর অনুযায়ী, বাজেটে সরকার সারের সাবসিডির জন্য ১.১ বিলিয়ান টাকা, এবং খাদ্য সাবসিডির জন্য ২ বিলিয়ান ডলার বরাদ্দ করতে পারে ৷ চলতি আর্থিক বছরের জন্য সারের সাবসিডির জন্য ৮৩৫ বিলিয়ান টাকা বরাদ্দ করা ছিল ৷
আরও পড়ুন: প্রত্যেক মাসে ১ টাকা জমা করে পেয়ে যেতে পারেন ২ লক্ষ টাকার সুবিধা...
কৃষকদের জন্য সুখবর -
সারের সাবসিডির বড় অংশ কৃষকদের নির্দিষ্ট রেটে ইউরিয়া দেওয়ার জন্য সরকারের তরফে ব্যবহার করা হয়৷ কৃষকদের সাহায্য করার জন্য সার কম দামে বিক্রি করার জন্য সংস্থাগুলিকে সরকার একটি নির্দিষ্ট সাবসিডি দিয়ে থাকে ৷