সম্প্রতি কেন্দ্র সরকার ব্রডকাস্টিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ও নেটওয়ার্ক ডেভেলপমেন্টকে (BIND) অনুমোদন দিয়ে দিয়েছে ৷ এই স্কিমে সরকারের তরফে আপনাকে ফ্রি ডিশ (DD Free Dish) দেওয়া হবে ৷ সরকারের তরফে ৮ লক্ষ ফ্রি ডিশ টিভি বিতরণ করার পরিকল্পনা রয়েছে ৷ এর জেরে এবার থেকে কোনও খরচ ছাড়ায় টিভি দেখতে পাবেন ৷
advertisement
আরও পড়ুন: কম বিনিয়োগে বাড়ি থেকেই শুরু করুন এই ব্যবসা, প্রথম দিন থেকেই হবে মোটা টাকা আয়
আরও পড়ুন: গ্রাহকদের জন্য বড় খবর!১ এপ্রিল থেকে সোনার গয়নার ক্ষেত্রে লাগু হচ্ছে নয়া নিয়ম
সরকারের এই যোজনায় খরচ হতে চলেছে ২৫৩৯ কোটি টাকা
এই যোজনায় সরকার ২৫৩৯ কোটি টাকা খরচ করে রেডিও ও দুরদর্শনের ইনফ্রাস্ট্রাকচার আরও উন্নত করতে চাইছে ৷ সরকারের তরফে এই স্কিম ২০২৫-২৬ এর জন্য জারি করা হয়েছে ৷ এই স্কিমের সাহায্যে ৮০ শতাংশের বেশি জনসংখ্যার কাছে রেডিও-র আওয়াজ ও ডিডি-র চ্যানেল পৌঁছে যাবে ৷
কী এই DD Free Dish?
এটি একটি ডিটিএইচ পরিষেবা ৷ পাবলিক সার্ভিস ব্রডকাস্টার প্রসার ভারতী পরিচালনা করে থাকে ৷ ২০০৪ সালে লঞ্চ করা হয়েছিল ৷ প্রসার ভারতীর ওয়েবসাইট অনুযায়ী, ডিডি ফ্রি ডিশ একমাত্র ফ্রি টু-এয়ার ডায়রেক্ট টু হোম পরিষেবা ৷ এখানে দর্শকদের থেকে মাসে মাসে কোনও সাবস্ক্রিপশন ফি নেওয়া হয় না ৷ সবার জন্য এই পরিষেবা অত্যন্ত সস্তা ৷ কেবল একবার সেট টপ বক্স ও অ্যাক্সেসারিজের সঙ্গে ছোট অ্যান্টিনা কেনার জন্য প্রায় ২০০০ টাকা খরচ করতে হয় ৷ ফ্রি টু এয়ার মডেল ডিডি ফ্রি ডিশকে সবচেয়ে বড় ডিটিএইচ প্ল্যাটফর্ম বানিয়ে দিয়েছে ৷ এর সাহায্যে আপনি ১৬৭ টিভি চ্যানেল দেখতে পাবেন এবং ৪৮টি রেডিও চ্যানেল শুনতে পাবেন ৷
