আরও পড়ুন: খুব শিগগিরিই শেয়ারহোল্ডাররা পাবেন লভ্যাংশ, রেকর্ড ডেট ঘোষণা করল এলআইসি!
ঊর্ধ্বমুখী রুপোর দামও-
সোনার পাশাপাশি এদিন দাম বেড়েছে রুপোরও ৷ মঙ্গলবার নিয়ে দ্বিতীয় দিন দাম বাড়ল রুপোর ৷ এদিন সকালে রুপোর দাম ৩৬২ টাকা বেড়ে প্রতি কিলোগ্রামে ৫৮,৮৫০ টাকা বেড়েছে ৷ মার্কেট খোলার সময় রুপোর দাম ছিল ৫৮৭৯৮ টাকা ৷ আগের দিন মার্কেট বন্ধ হওয়ার সময়ের দাম থেকে এদিন ০.৬২ শতাংশ দাম বেড়েছে ৷
advertisement
আরও পড়ুন: কোন কৃষকদের অ্যাকাউন্টে আসবে ১২ তম কিস্তির টাকা আর কারা পাবেন না টাকা ?
গ্লোবাল মার্কেটের পরিস্থিতি-
আন্তর্জাতিক বাজারে এদিন সকালে সোনার দাম বেড়েছে ৷ মার্কিন বাজারে সোনার দাম প্রতি আউন্সে ১৮১১.৩৮ ডলার হয়েছে যা আগের দিন থেকে ০.১০ শতাংশ বেশি ৷ রুপোর দাম মঙ্গলবার প্রতি আউন্সে ২০.১৩ ডলার, যা আগের দিন থেকে ০.৬৭ শতাংশ বেশি ৷
আরও পড়ুন: ফের বাড়ল ক্রুড অয়েলের দাম, তাহলে কী এবার পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি করা হল
৫২ হাজার টাকার আশপাশে থাকবে সোনার দাম-
বিশেষজ্ঞদের মতে এখন সোনার দামের উপর বেশ কয়েকদিন চাপ থাকবে ৷ আশঙ্কা করা হচ্ছে গ্লোবাল মার্কেটে সোনার দাম ফের বাড়তে চলেছে ৷ তবে দেশের বাজারে আবগারি শুল্ক বৃদ্ধির জেরে অনেকটাই ঊর্ধ্বমুখী সোনার দাম ৷ এর জেরে আগামী দিন সোনার দাম ৫২ হাজার টাকার আশপাশেই থাকার সম্ভাবনা রয়েছে ৷