TRENDING:

Gold Price Today : আরও বাড়ল সোনার দাম, গত দু’মাসে সর্বোচ্চ, দেখে নিন লেটেস্ট রেট

Last Updated:

Gold Price Today : আগামী দিন সোনার দাম ৫২ হাজার টাকার আশপাশেই থাকার সম্ভাবনা রয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দেশের বাজারে লাগাতার ঊর্ধ্বমুখী সোনা ও রুপোর দাম ৷ মঙ্গলবার নিয়ে লাগাতার তিনদিন দাম বাড়ল সোনালি ধাতুর ৷ এর জেরে গত দু’মাসের নিরিখে সর্বোচ্চ সোনার দাম ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন সকালে ২৪ ক্যারেট শুদ্ধতার সোনার দাম ১০৮ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামে ৫২,২৩০ টাকা হয়েছে ৷ এর আগে মার্কেট শুরুর সময় সোনার দাম ছিল ৫২,১৯৯ টাকা ৷ তবে সাপ্লাই কমে যাওয়ার জেরে দাম বেড়েছে সোনার ৷ এদিন প্রায় ০.২১ শতাংশ বেড়েছে সোনার দাম ৷
advertisement

আরও পড়ুন: খুব শিগগিরিই শেয়ারহোল্ডাররা পাবেন লভ্যাংশ, রেকর্ড ডেট ঘোষণা করল এলআইসি!

ঊর্ধ্বমুখী রুপোর দামও-

সোনার পাশাপাশি এদিন দাম বেড়েছে রুপোরও ৷ মঙ্গলবার নিয়ে দ্বিতীয় দিন দাম বাড়ল রুপোর ৷ এদিন সকালে রুপোর দাম ৩৬২ টাকা বেড়ে প্রতি কিলোগ্রামে ৫৮,৮৫০ টাকা বেড়েছে ৷ মার্কেট খোলার সময় রুপোর দাম ছিল ৫৮৭৯৮ টাকা ৷ আগের দিন মার্কেট বন্ধ হওয়ার সময়ের দাম থেকে এদিন ০.৬২ শতাংশ দাম বেড়েছে ৷

advertisement

আরও পড়ুন: কোন কৃষকদের অ্যাকাউন্টে আসবে ১২ তম কিস্তির টাকা আর কারা পাবেন না টাকা ?

গ্লোবাল মার্কেটের পরিস্থিতি-

আন্তর্জাতিক বাজারে এদিন সকালে সোনার দাম বেড়েছে ৷ মার্কিন বাজারে সোনার দাম প্রতি আউন্সে ১৮১১.৩৮ ডলার হয়েছে যা আগের দিন থেকে ০.১০ শতাংশ বেশি ৷ রুপোর দাম মঙ্গলবার প্রতি আউন্সে ২০.১৩ ডলার, যা আগের দিন থেকে ০.৬৭ শতাংশ বেশি ৷

advertisement

আরও পড়ুন: ফের বাড়ল ক্রুড অয়েলের দাম, তাহলে কী এবার পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি করা হল

৫২ হাজার টাকার আশপাশে থাকবে সোনার দাম-

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

বিশেষজ্ঞদের মতে এখন সোনার দামের উপর বেশ কয়েকদিন চাপ থাকবে ৷ আশঙ্কা করা হচ্ছে গ্লোবাল মার্কেটে সোনার দাম ফের বাড়তে চলেছে ৷ তবে দেশের বাজারে আবগারি শুল্ক বৃদ্ধির জেরে অনেকটাই ঊর্ধ্বমুখী সোনার দাম ৷ এর জেরে আগামী দিন সোনার দাম ৫২ হাজার টাকার আশপাশেই থাকার সম্ভাবনা রয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Today : আরও বাড়ল সোনার দাম, গত দু’মাসে সর্বোচ্চ, দেখে নিন লেটেস্ট রেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল