TRENDING:

WhatsApp Pay: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর! এবার টাকা পাঠালে মিলবে প্রচুর ক্যাশব্যাক

Last Updated:

Whatsapp Pay: রিপোর্ট অনুযায়ী, সংস্থার এই নতুন ফিচার ক্যাশব্যাক নামেই লঞ্চ করা হবে ৷ এখন এই ফিচারের পরীক্ষা চলছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: গোটা বিশ্বে হোয়াটসঅ্যাপ অত্যন্ত জনপ্রিয় একটি মেসেজিং অ্যাপ ৷ বিপুল সংখ্যক মানুষ প্রতি মুহূর্তে এই অ্যাপ ব্যবহার করে থাকেন ৷ এবার সমস্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য রয়েছে সুখবর ৷ বেশ কয়েকদিন হয়ে গিয়েছে যে ইউপিআই পেমেন্ট ফিচার হোয়াটসঅ্যাপ পে (WhatsApp Pay) পরিষেবা চালু করা হয়েছে ৷ জানা গিয়েছে, এবার সংস্থার তরফে শীঘ্রই হোয়াটসঅ্যাপের পেমেন্ট ফিচার ব্যবহারকারীদের ক্যাশব্যাক দিতে শুরু করবে ৷ বর্তমানে ক্যাশব্যাক ফিচারের পরীক্ষামূলক ভাবে চালানো হচ্ছে ৷
অক্টোবরে প্রকাশিত পঞ্চম মাসিক রিপোর্টে জানা গিয়েছে যে ২০২১ সালের তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘন করার (Information Technology Rules, 2021) অক্টোবরেই বন্ধ করে দেওয়া হয়েছে ২ মিলিয়ন ভারতীয়ের অ্যাকাউন্ট। এই রিপোর্টে ব্যবহারকারীর অভিযোগ এবং সংশ্লিষ্ট পদক্ষেপের বিশদ বিবরণ রয়েছে। হোয়াটসঅ্যাপ তার প্ল্যাটফর্মে দুর্ব্যবহারের জন্য প্রতি মাসে গড়ে ৪০ লাখের বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করে থাকে।
অক্টোবরে প্রকাশিত পঞ্চম মাসিক রিপোর্টে জানা গিয়েছে যে ২০২১ সালের তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘন করার (Information Technology Rules, 2021) অক্টোবরেই বন্ধ করে দেওয়া হয়েছে ২ মিলিয়ন ভারতীয়ের অ্যাকাউন্ট। এই রিপোর্টে ব্যবহারকারীর অভিযোগ এবং সংশ্লিষ্ট পদক্ষেপের বিশদ বিবরণ রয়েছে। হোয়াটসঅ্যাপ তার প্ল্যাটফর্মে দুর্ব্যবহারের জন্য প্রতি মাসে গড়ে ৪০ লাখের বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করে থাকে।
advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/farmers-can-get-1-lac-and-60-thousand-rupees-loan-on-this-card-without-any-guarantee-dc-665736.html

Wabetainfo ওয়েবসাইটের মাধ্যমে হোয়াটসঅ্যাপের এই ফিচারের বিষয়ে জানা গিয়েছে ৷ এই ওয়েবসাইটের তরফে একটি স্ক্রিনশট শেয়ার করা হয়েছে ৷ স্ক্রিনশটে ক্যাশব্যাকের ব্যানার চ্যাট উইন্ডোর টপে দেখা যাচ্ছে ৷ ব্যানারে লেখা রয়েছে ‘Get cashback on your next payment’ ও ‘Tap to get started’ ৷ এই মেসেজের পাশাপাশি উপরে একটি গিফ্ট আইকন রয়েছে ৷

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/10th-instalment-of-pm-kisan-yojona-likely-to-credited-in-farmers-account-soon-dc-665700.html

ওয়েববিটাইনফো-র রিপোর্ট অনুযায়ী, সংস্থার এই নতুন ফিচার ক্যাশব্যাক নামেই লঞ্চ করা হবে ৷ এখন এই ফিচারের পরীক্ষা চলছে ৷ এখনও পর্যন্ত এই ফিচার বিটা ব্যবহারকারীদের জন্যেও রোলআউট করা হয়নি ৷ এখনও এটা পরিষ্কার করে জানা যায়নি যে এই সুবিধা কারা পেতে চলেছেন ৷ সবাই এই সুবিধা পাবেন না যাঁরা এখনও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেমেন্ট করেনি ৷

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/is-modi-government-going-to-implement-new-labor-code-from-1st-october-dc-665688.html

কী এই ইউপিআই ?

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (Unified Payments Interface) একটি রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম, যা মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্রুত টাকা ট্রান্সফার করতে পারে ৷ এর মাধ্যমে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টকে একাধিক ইউপিআই-এর সঙ্গে লিঙ্ক করাতে পারবেন ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
WhatsApp Pay: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর! এবার টাকা পাঠালে মিলবে প্রচুর ক্যাশব্যাক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল