Wabetainfo ওয়েবসাইটের মাধ্যমে হোয়াটসঅ্যাপের এই ফিচারের বিষয়ে জানা গিয়েছে ৷ এই ওয়েবসাইটের তরফে একটি স্ক্রিনশট শেয়ার করা হয়েছে ৷ স্ক্রিনশটে ক্যাশব্যাকের ব্যানার চ্যাট উইন্ডোর টপে দেখা যাচ্ছে ৷ ব্যানারে লেখা রয়েছে ‘Get cashback on your next payment’ ও ‘Tap to get started’ ৷ এই মেসেজের পাশাপাশি উপরে একটি গিফ্ট আইকন রয়েছে ৷
advertisement
ওয়েববিটাইনফো-র রিপোর্ট অনুযায়ী, সংস্থার এই নতুন ফিচার ক্যাশব্যাক নামেই লঞ্চ করা হবে ৷ এখন এই ফিচারের পরীক্ষা চলছে ৷ এখনও পর্যন্ত এই ফিচার বিটা ব্যবহারকারীদের জন্যেও রোলআউট করা হয়নি ৷ এখনও এটা পরিষ্কার করে জানা যায়নি যে এই সুবিধা কারা পেতে চলেছেন ৷ সবাই এই সুবিধা পাবেন না যাঁরা এখনও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেমেন্ট করেনি ৷
কী এই ইউপিআই ?
ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (Unified Payments Interface) একটি রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম, যা মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্রুত টাকা ট্রান্সফার করতে পারে ৷ এর মাধ্যমে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টকে একাধিক ইউপিআই-এর সঙ্গে লিঙ্ক করাতে পারবেন ৷