ইতিমধ্যেই সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের হয়েছে। বর্তমানে চিন্তিত বি.এল.ও কর্মীরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম ব্রাঞ্চ। যদিও এ বিষয়ে ফোনে প্রতিক্রিয়া দিয়েছেন রানাঘাট এক নম্বর ব্লকের জয়েন্ট বিডিও সুব্রত পাল।
আরও পড়ুন: এইভাবেই ঘরে বসেই আপনিও করতে পারবেন বিশাল আয় ! শুধু জানতে হবে কয়েকটা বিষয়
তিনি জানান এই ঘটনার বিষয়টি তিনি জানতে পারেন তবে অভিযোগ হয়েছে ঘটনার তদন্তে প্রসাসন। জয়েন বিডিও সুব্রত পাল আরও জানান রানাঘাট এক নম্বর ব্লক জুড়ে এই প্রতারণার জাল ছড়িয়ে রয়েছে বলেই তিনি মনে করছেন। এখন তদন্তের পর এই প্রশ্ন হবে এই প্রতারণার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে।
advertisement
আরও পড়ুন: দেশি মাগুর চাষ করে বিপুল লাভ ! দেখে নিন কীভাবে ?
এখানেই উঠছে প্রশ্ন, যেখানে প্রশাসন থেকে একাধিকবার এই সমস্ত প্রতারকদের পর্দা ফাঁস করা হচ্ছে এবং বারংবার সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে যে টাকা পয়সার বিনিময়ে কখনও চাকরি পাওয়া যায় না কিংবা যারা টাকা পয়সা চান তারা বেশিরভাগ ক্ষেত্রেই প্রতারক হন এই সমস্ত ফাঁদে পা দেবেন না এবং অতিসত্বর এই ধরনের কোন ফোন এলে পরে স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তা নিতে কিন্তু তার পরেও মানুষ এই ধরনের ফাঁদে পা দিচ্ছেন। যদিও ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।
মৈনাক দেবনাথ