Money Making Tips: দেশি মাগুর চাষ করে বিপুল লাভ ! দেখে নিন কীভাবে ?
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Money Making Tips: দেশি মাগুর মাছ চাষ কম খরচে শুরু করে মাসে হাজার হাজার টাকা আয় করা সম্ভব। এই মাছের বাজারে চাহিদা প্রচুর, ফলে গ্রামে বসেই আপনি লাভের মুখ দেখতে পারেন।
কোচবিহার: বাড়ির ছোট পুকুরে দেশি মাগুর মাছ চাষ করে সফল কোচবিহারের মাছ চাষি তিলক গুহ। কথায় আছে মাছে ভাতে বাঙালি। বাঙালির এমন একটা দিন নেই যে মাছ পাতে পরে না। আর সেই মাছ যদি হয় দেশি মাগুর মাছ তাহলে তো কোনও কথাই নেই।
দেশি মাগুর মাছ এমন একটি মাছ যা চিকিৎসকরা রোগীর পথ্য হিসেবে খেতে বলেন। আর সেই দেশি মাগুর মাছ চাষ করে তাক লাগলেন কোচবিহারের মাছ চাষি তিলক গুহ। তিলক গুহর কথায়, আজ থেকে প্রায় ৩০ বছর আগে এই চাষ শুরু করে তার জ্যাঠামশাই। পরবর্তীতে তার জ্যাঠা মশাইয়ের থেকে দেশি মাগুর মাছ চাষের প্রশিক্ষণ নেন তিনি।এক কথায় জ্যাঠা মশাইয়ের হাত ধরেই এই ব্যবসায় আসেন তিনি।
advertisement
advertisement
ধীরে ধীরে তিনি এই চাষে পারদর্শী হয়ে ওঠেন। এখন তার জ্যাঠামশাই বয়সের কারণে চাষ না করতে পারলেও তাকে রীতিমত সাহায্য করেন।
advertisement
তিলক বাবু আরও জানান, ” এই চাষ করে শুধু আমরা নিজেরাই আয় করছি না। যারা আমার কাছ থেকে এই মাছ কিনে নিয়ে যাচ্ছে তারাও লাভের মুখ দেখছে।” শুধু কোচবিহার জেলা নয় এই মাছ পাড়ি দিচ্ছে পার্শ্ববর্তী রাজ্য অসমে। অসমে এই মাছ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।এই দেশি মাগুর মাছ ছাড়াও অন্যান্য মাছ চাষ শুরু করেছেন তিলক গুহ।
advertisement
Annanya Dey
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 04, 2025 6:51 PM IST