Farming Success: ১ একর জমি থেকে ৩০ একর জমির মালিক! বছরে আয় ২৫ লক্ষ টাকা! জানুন এই ৬০ বছরের কৃষকের অনন্য সাফল্যের কাহিনি...
- Published by:Sounak Chakraborty
- local18
Last Updated:
Farming Success: মাত্র ১ একর জমি নিয়ে শুরু করেছিলেন বনওয়ারি লাল। আজ তার জমির পরিমাণ ৩০ একর। আম, লিচু, জাম ও সবজি চাষ করে বছরে আয় করেন প্রায় ২৫ লক্ষ টাকা। আধুনিক কৃষিপদ্ধতিই তার সাফল্যের মূল চাবিকাঠি...
advertisement
প্রয়াগরাজ জেলার এই কৃষক এখন প্রযুক্তিনির্ভর চাষের মাধ্যমে অন্য কৃষকদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন। শুরু থেকেই তার আধুনিক কৃষি পদ্ধতির প্রতি আকর্ষণ ছিল এবং সেটাই তার সাফল্যের প্রধান চাবিকাঠি। তিনি বিভিন্ন ধরনের ফসল যেমন সবজি, আপেল জামরুল, থাই গ্রিন জামরুল, আম্রপালি আম, তাইওয়ান জাম, লিচু, শতাবরী ইত্যাদি চাষ করে থাকেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement