এক নজরে দেখে নেওয়া যাক এ সংক্রান্ত বিস্তারিত তথ্য।
আয়কর নিয়ে নানা ধরনের মতভেদ রয়েছে মানুষের মধ্যে। শুধু আয়কর দেওয়াই নয়, কর দেওয়ার পর পুরোন নথি কতদিন যত্ন করে রাখতে হবে, ওই নথি ডিজিটালি রাখা ঠিক হবে না কি কাগজে, এ সব নিয়ে নানা প্রশ্ন মানুষের মধ্যে থাকেই।
আরও পড়ুন: এখন সোনা কিনবেন না আরও একটু অপেক্ষা করে যাবেন? দেখে নিন
advertisement
আসলে আয়কর আইনে করদাতাকে কতদিন পর্যন্ত নথিপত্র সঙ্গে রাখতে হবে সে বিষয়ে কোনও নির্দিষ্ট বিধান নেই। সরাসরি কোনও উল্লেখ না থাকলেও ভারতে আয়করের ১৪৯ ধারায় যে কোনও ব্যক্তিকে আয়কর নোটিশ পাঠানোর সময়সীমা উল্লেখ করা হয়েছে। সেই সময়সীমার ভিত্তিতেই একটা সময় স্থির করে নেওয়া যেতে পারে। ওই সময় পর্যন্ত নথিগুলি সুরক্ষিত রাখতে হবে।
আরও পড়ুন: নতুন বছরে এই ৮ স্টকে বাজি ধরা যায়, দু’হাত ভরিয়ে দিতে পারে বিনিয়োগকারীদের!
আইটি আইনের ১৪৯ ধারা অনুসারে, প্রাসঙ্গিক আর্থিক বছরের শেষ থেকে পরবর্তী সাত বছর পর্যন্ত করদাতাদের নোটিশ পাঠানোর অধিকার রয়েছে আয়কর বিভাগের কাছে। ফলে এই সময়ের মধ্যবর্তী কাল খুবই গুরুত্বপূর্ণ।
এর অর্থ হল এই যে, যদি কোনও করদানা ২০২২-২৩ অর্থ বছরের জন্য আয়কর ফাইল করে থাকেন, তা হলে তাঁকে পরবর্তী সাত বছর অর্থাৎ ২০৩০-৩১ আর্থিক বছর পর্যন্ত সেই সংক্রান্ত সমস্ত নথি নিরাপদে সংরক্ষণ করে রাখতে হবে।
তবে এ বিষয়ে একটি কথা মনে রাখতে হবে, সাত বছরের এই সময়সীমা সব ধরনের করদাতার জন্য প্রযোজ্য। পরবর্তী সাত বছরের জন্য নথিগুলিকে সুরক্ষিত রাখার সময়সীমা প্রত্যেকের জন্য একই, তা তিনি বেতনভোগী কর্মী হোন বা স্ব-নিযুক্ত বা পেশাদার।