নতুন বছরে এই ৮ স্টকে বাজি ধরা যায়, দু’হাত ভরিয়ে দিতে পারে বিনিয়োগকারীদের!

Last Updated:

চলতি বছরে এই স্টকগুলো ব্যাপক বৃদ্ধি পেতে পারে বলে অনুমান।

#কলকাতা: ভারতের জন্য ২০২০-২১ অর্থবর্ষ ছিল ভয়াবহ। টানা লকডাউনের জেরে মুখ থুবড়ে পড়ে অর্থনীতি। শিল্প উৎপাদন তলানিতে নেমে যায়। জিডিপি নামতে শুরু করে। সব মিলিয়ে অর্থনীতির বেহাল দশা প্রকট হয়ে ওঠে।
২০২১-২২ অর্থবর্ষ ছিল ঘুড়ে দাঁড়ানোর সময়। ধীরে ধীরে লকডাউন উঠে যায়। অর্থনীতি ফের চাঙ্গা হতে শুরু করে। শিল্প উতপাদনের হারও বাড়ে। জিডিপি গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়াতে শুরু করে। কিন্তু মাথাব্যথা হয়ে দাঁড়ায় মূল্যস্ফীতি। জিনিসপত্রের দাম হু-হু করে বাড়তে শুরু করে। এর মোকাবিলায় রেপো রেট বাড়ায় রিজার্ভ ব্যাঙ্ক। ঋণে সুদের হার বাড়ে। কিন্তু সেটাও সামাল দেওয়া যাচ্ছিল। অর্থনীতি ধীরে ধীরে ট্র্যাকে ফিরছিল।
advertisement
advertisement
ঠিক সেই সময়ই শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। বিশ্বব্যাপী স্টক মার্কেটে বড়সড় পতন হয়। তার ধাক্কা এসে লাগে ভারতেও। এখানকার শেয়ার বাজারেও ব্যাপক পতন হয়। এ বছরের মার্চ মাসে সুদের হার ৩৭৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে ইউএস ফেডারেল রিজার্ভ। গোটা বিশ্বেই মন্দার আঁচ ঘনীভূত হচ্ছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও মূল্যস্ফীতির মোকাবিলায় ২০২২-২৩ অর্থবর্ষে এখনও পর্যন্ত পাঁচ বার রেপো রেট বাড়িয়েছে।
advertisement
বিশেষজ্ঞরা তো বটেই আন্তর্জাতিক ব্যাঙ্কগুলিও বিশ্বব্যাপী মন্দা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে। এইচডিএফসি সিকিউরিটিজ ২০২৩ অর্থবর্ষ কেমন যেতে পারে তাই নিয়ে বলতে গিয়ে জানিয়েছে, ‘যদি বিশ্ব অর্থনীতি মন্দার মধ্যে পড়ে তাহলে ভারতেও তার আঁচ এসে লাগবে। যা মোটেই ভালো খবর নয়। ভারত তার উৎপাদনের ২০ শতাংশ রফতানি করে। বিশ্বের সঙ্গে ভারতের ইক্যুইটি রিটার্ন পারস্পারিক সম্পর্ক ভাল। তাই বিশ্বব্যাপী শেয়ারের দামে পতন হলে ভারতীয় স্টকগুলির জন্য সেটা হেডওয়াইন্ড হতে পারে’।
advertisement
যদিও প্রাথমিক পাবলিক অফার (আইপিও), ফলো-অন পাবলিক অফার (এফপিও) এবং অফার ফর সেল (ওএফএস) এর মতো পাবলিক ইস্যু বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে একাধিক ব্রোকারেজ সংস্থা। এইচডিএফসি সিকিউরিটিজের পরামর্শ অনুযায়ী এখানে ৮টি বড় ক্যাপ স্টকের তালিকা দেওয়া হল। নতুন বছরে এই স্টকগুলো ব্যাপক বৃদ্ধি পেতে পারে বলে অনুমান।
advertisement
অ্যাক্সিস ব্যাঙ্ক
সিএমপি ৯৩৩.৭ টাকা, টার্গেট: ১,১৯৫ টাকা।
ভারতী এয়ারটেল
সিএমপি: ৮৩৫ টাকা, টার্গেট: ৯৮৩ টাকা।
ইনফোসিস
সিএমপি: ১,৫৬৮,৮৫ টাকা, টার্গেট: ১,৭৯০ টাকা।
এলঅ্যান্ডটি
সিএমপি: ২,১৫৪.৩ টাকা, টার্গেট: ২,৩৪৫ টাকা।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ
সিএমপি: ২,৬০৯.১ টাকা, টার্গেট: ২,৭০৮ টাকা।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
সিএমপি: ৬১৬.৪৫ টাকা, টার্গেট: ৭০০ টাকা।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
নতুন বছরে এই ৮ স্টকে বাজি ধরা যায়, দু’হাত ভরিয়ে দিতে পারে বিনিয়োগকারীদের!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement