আরও পড়ুন: ফের লেন্ডিং রেট বাড়াল SBI, ফলে গ্রাহকদের উপর আরও বাড়তে পারে সুদের বোঝা
গত ৩০ জুন পর্যন্ত প্যান-আধার লিঙ্ক করার জন্য জরিমানা দিতে হচ্ছিল ৫০০ টাকা। কিন্তু সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের (CBDT) নির্দেশ অনুসারে, ১ জুলাই থেকে বদলে গিয়েছে সেই নিয়ম। আর এবার থেকে তাই এই জরিমানা দ্বিগুণ অর্থাৎ ১০০০ টাকা ধার্য করা হয়েছে। অর্থাৎ যাঁরা এখনও প্যান-আধার লিঙ্ক করাতে পারেননি, তাঁদের এবার থেকে সেই লিঙ্ক করাতে গেলে দ্বিগুণ জরিমানা অর্থাৎ ১০০০ টাকা করে দিতে হবে।
advertisement
আয়কর পোর্টালের মাধ্যমে কীভাবে দিতে হবে প্যান-আধার লিঙ্কিং ফি?
যদি বর্তমানে কেউ প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করতে চান, তা-হলে তাঁদের ১০০০ টাকা জরিমানা দিতে হবে। এনএসডিএল (NSDL) পোর্টালের মাধ্যমে চালান নম্বর আইটিএনএস (ITNS) ২৮০-এর অধীনে দিতে হবে লেট লিঙ্কিং ফি। ডিএসকে লিগ্যালের অংশীদার, শরৎ চন্দ্রশেখর বলেছেন, “আয়কর বিভাগের ট্যাক্স ইনফরমেশন নেটওয়ার্কের ওয়েবসাইটে উপলব্ধ ই-পেমেন্টের মাধ্যমে মেজর হেড ০০২১ (কোম্পানি ব্যতীত আয়কর) ও মাইনর হেড ৫০০ (অন্যান্য রসিদ) -এর সঙ্গে চালান নম্বর আইটিএনএস (ITNS) ২৮০-এর অধীনে লেট ফি দেওয়া যেতে পারে।“
আরও পড়ুন: ইপিএফ-এ জমা টাকার ২০ শতাংশ শেয়ার বাজারে বিনিয়োগ করা হতে পারে
আধার-প্যান লিঙ্কিংয়ের ক্ষেত্রে লেট ফি (Late Fee) দেওয়ার উপায়:
- প্রথমে আধার প্যান লিঙ্ক করার জন্য https://onlineservices.tin.egov-nsdl.com/etaxnew/tdsnontds.jsp এই লিঙ্কটি খুলতে হবে।
- এর পর উপলব্ধ বিকল্পগুলি থেকে প্যান-আধার লিঙ্ক করতে চালান নম্বর আইটিএনএস (ITNS ২৮০)-এর অধীনে এগিয়ে যেতে হবে।
- তার পর নির্বাচন করতে হবে ট্যাক্স অ্যাপ্লিকেবল (tax applicable)।
- এর পর মেজর হেড ০০২১ (কোম্পানি ব্যতীত আয়কর) ও মাইনর হেড ৫০০ (অন্যান্য রসিদ)-এর অধীনে পেমেন্ট করতে হবে। ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে।
- তার পর লিখতে হবে নিজের প্যান কার্ডের নম্বর, ঠিকানা ও মূল্যায়নের সাল।
- এর পর ক্যাপচা লিখে টাকা পেমেন্ট করতে হবে।
- এনএসডিএল পোর্টালে টাকা মেটানোর করার পরে তা আয়কর ই-ফাইলিং পোর্টালে কিছুক্ষণ পরেই দেখতে পাওয়া যাবে।
আরও পড়ুন: ব্যাঙ্কে বড় অঙ্কের টাকা জমা থাকলে জেনে রাখুন এই নয়া নিয়ম, হতে পারে সমস্যা
প্যান-আধার লিঙ্ক না-করা থাকলে কী হবে?
প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা বাড়িয়ে দিয়েছে সিবিডিটি। আর এই লিঙ্ক করা বাধ্যতামূলক। চন্দ্রশেখর বলেছেন, “যদি কোনও ব্যক্তি ২০২৩ সালের ৩১ মার্চের মধ্যে আধারকে প্যানের সঙ্গে লিঙ্ক না-করান, তবে সেই ব্যক্তির প্যান কার্ড অকার্যকর হয়ে যেতে পারে। ২০২৩ সালের ৩১ মার্চের পর থেকে অন্যান্য বিষয়ের পাশাপাশি সেই ব্যক্তি আর্থিক লেনদেনও করতে পারবেন না।”