আরও পড়ুন: ৫ টাকা পর্যন্ত সস্তা হতে পারে পেট্রোল-ডিজেল!
স্টেট ব্যাঙ্কের হোম লোন-
আপনি কী স্টেট ব্যাঙ্কের হোম লোন নিয়েছেন তাহলে ১ জুন থেকে অতিরিক্ত সুদের হারের বোঝা নিতে হবে ৷ অন্যদিকে, ব্যাঙ্ক থেকে নতুন লোন নিলে খেয়াল রাখবেন বদলে গিয়েছে সুদের হার ৷ স্টেট ব্যাঙ্কের এক্সটার্নল বেঞ্চমার্ক লেন্ডিং রেট ৪০ বেসিস পয়েন্ট বা ০.৪০ শতাংশ বাড়িয়ে এখন ৭.০৫ শতাংশ করা হয়েছে ৷
advertisement
আরও পড়ুন: এসে গেল E-KYC করার শেষ তারিখ, না করালে মিলবে না আগামী কিস্তির টাকা
মোটর ইনস্যুরেন্স প্রিমিয়াম-
মোটর ইনস্যুরেন্স প্রিমিয়ামের জন্য এবার বেশি টাকা দিতে হবে ৷ সড়ক ও পরিবহণ মন্ত্রক নোটিফিকেশন জারি করে জানিয়েছে ১০০০ সিসি ইঞ্জিনের গাড়ির ইনস্যুরেন্স প্রিমিয়াম এখন ২০৯৪ টাকা হবে যা কোভিড ১৯ মহামারির আগে ২০৭২ টাকা ছিল ৷ এছাড়া ১০০০ সিসি থেকে ১৫০০ সিসি-র ইঞ্জিনের গাড়ির ইনস্যুরেন্স প্রিমিয়াম ৩২২১ থেকে বাড়িয়ে ৩৪১৬ করা হয়েছে ৷
গোল্ড হলমার্কিংয়ের দ্বিতীয় পর্যায়-
১ জুন থেকে গোল্ড হলমার্কিংয়ের দ্বিতীয় পর্যায় শুরু হবে ৷ এবার ৩২টি নয়া জেলায় হলমার্কিং সেন্টার্স খোলা হবে ৷ এর আগে ২৫৬ জেলায় হলমার্কিং সেন্টার্স ছিল ৷ এবার মোট ২৮৮ জেলায় কেবল হলমার্ক করা ২০ থেকে ২৪ ক্যারেট সোনা বিক্রি করা হবে ৷
অ্যাক্সিস ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট -
অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্টের পরিষেবা চার্জ বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ নতুন চার্জ ১ জুন থেকে লাগু করা হবে ৷ এর পাশাপাশি অতিরিক্ত চেক বুকের উপরও চার্জ নেওয়া হবে ৷
আরও পড়ুন: ATM Card হারিয়ে গেলে প্রথমেই যে কাজটা করতে হবে.....
আধার এনাবেল্ড পেমেন্টের শুল্ক -
ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক আধার এনাবেল্ড পেমেন্ট সিস্টেমে ট্রানজাকশন চার্জ লাগু করার সিদ্ধান্ত নিয়েছে ৷ নয়া নিয়ম ১৫ জুন থেকে লাগু করা হবে ৷