TRENDING:

Changes in Rules: বিমা থেকে লোন, জুন থেকে বদলাতে চলেছে এই ৫টি বড় নিয়ম

Last Updated:

Changes in Rules: দেখে নিন কী কী বদল করা হবে-

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: জুন মাসে ৫টি নিয়মে বড় বদল হতে চলেছে যার প্রভাব আপনার পকেটে সরাসরি পড়তে চলেছে ৷ সাধারণত নতুন মাস পড়লে বেশ কিছু আর্থিক বিষয়ে বদল হয়ে থাকে ৷ এর মধ্যে সামিল থাকে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম থেকে ব্যাঙ্কের এফডি-তে সুদের হার ৷  অন্যান্য মাসের মতো, জুন মাসেও এরকম ৫টি বড় নিয়ম বদল করা হবে ৷ এর মধ্যে গোল্ড হলমার্কিং, এসবিআই হোম লোন, অ্যাক্সিস ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টের নিয়ম, মোটর ইনস্যুরেন্সের প্রিমিয়াম ও আধার এনাবেল্ড পেমেন্টে শুল্ক সামিল রয়েছে ৷ দেখে নিন কী কী বদল করা হবে-
advertisement

আরও পড়ুন: ৫ টাকা পর্যন্ত সস্তা হতে পারে পেট্রোল-ডিজেল!

স্টেট ব্যাঙ্কের হোম লোন-

আপনি কী স্টেট ব্যাঙ্কের হোম লোন নিয়েছেন তাহলে ১ জুন থেকে অতিরিক্ত সুদের হারের বোঝা নিতে হবে ৷ অন্যদিকে, ব্যাঙ্ক থেকে নতুন লোন নিলে খেয়াল রাখবেন বদলে গিয়েছে সুদের হার ৷ স্টেট ব্যাঙ্কের এক্সটার্নল বেঞ্চমার্ক লেন্ডিং রেট ৪০ বেসিস পয়েন্ট বা ০.৪০ শতাংশ বাড়িয়ে এখন ৭.০৫ শতাংশ করা হয়েছে ৷

advertisement

আরও পড়ুন: এসে গেল E-KYC করার শেষ তারিখ, না করালে মিলবে না আগামী কিস্তির টাকা

মোটর ইনস্যুরেন্স প্রিমিয়াম-

মোটর ইনস্যুরেন্স প্রিমিয়ামের জন্য এবার বেশি টাকা দিতে হবে ৷ সড়ক ও পরিবহণ মন্ত্রক নোটিফিকেশন জারি করে জানিয়েছে ১০০০ সিসি ইঞ্জিনের গাড়ির ইনস্যুরেন্স প্রিমিয়াম এখন ২০৯৪ টাকা হবে যা কোভিড ১৯ মহামারির আগে ২০৭২ টাকা ছিল ৷ এছাড়া ১০০০ সিসি থেকে ১৫০০ সিসি-র ইঞ্জিনের গাড়ির ইনস্যুরেন্স প্রিমিয়াম ৩২২১ থেকে বাড়িয়ে ৩৪১৬ করা হয়েছে ৷

advertisement

গোল্ড হলমার্কিংয়ের দ্বিতীয় পর্যায়-

১ জুন থেকে গোল্ড হলমার্কিংয়ের দ্বিতীয় পর্যায় শুরু হবে ৷ এবার ৩২টি নয়া জেলায় হলমার্কিং সেন্টার্স খোলা হবে ৷ এর আগে ২৫৬ জেলায় হলমার্কিং সেন্টার্স ছিল ৷ এবার মোট ২৮৮ জেলায় কেবল হলমার্ক করা ২০ থেকে ২৪ ক্যারেট সোনা বিক্রি করা হবে ৷

অ্যাক্সিস ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট -

advertisement

অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্টের পরিষেবা চার্জ বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ নতুন চার্জ ১ জুন থেকে লাগু করা হবে ৷ এর পাশাপাশি অতিরিক্ত চেক বুকের উপরও চার্জ নেওয়া হবে ৷

আরও পড়ুন: ATM Card হারিয়ে গেলে প্রথমেই যে কাজটা করতে হবে.....

আধার এনাবেল্ড পেমেন্টের শুল্ক -

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক আধার এনাবেল্ড পেমেন্ট সিস্টেমে ট্রানজাকশন চার্জ লাগু করার সিদ্ধান্ত নিয়েছে ৷ নয়া নিয়ম ১৫ জুন থেকে লাগু করা হবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Changes in Rules: বিমা থেকে লোন, জুন থেকে বদলাতে চলেছে এই ৫টি বড় নিয়ম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল