আধার প্যান লিঙ্ক (Aadhaar-Pan Link)
করদাতাদের জন্য এই কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ এখনও পর্যন্ত আধার ও প্যান লিঙ্ক না করিয়ে থাকলে দিতে হবে দ্বিগুণ জরিমানা ৷ আধারের সঙ্গে লিঙ্ক না করলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে এবং আয়কর রিটার্ন দিতে পারবে না ৷ ১ জুলাই থেকে ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত ১০০০ টাকার জরিমানা দিয়ে প্যান ও আধার লিঙ্ক করতে হবে ৷
advertisement
আরও পড়ুন: পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি, দেখে নিন আপনার শহরে কত হল
ক্রিপ্টোকারেন্সিতে টিডিএস লাগু
ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগকারীদের এদিন থেকে ট্যাক্স সংক্রান্ত বড় নিয়ম লাগু হয়ে গিয়েছে ৷ এখন ক্রিপ্টো বিনিয়োগকারীদের যে কোনও ট্রানজাকশনে ১ শতাংশ টিডিএস দিতে হবে ৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল লাভ হোক বা লোকসান সমস্ত ট্রানজাকশনে দিতে হবে ১ শতাংশ টিডিএস ৷
আরও পড়ুন: GST কাউন্সিলের বৈঠকে MSME সেক্টরের বড়সড় ফায়দা! Online বিক্রেতারাও পাবেন সুবিধা!
প্রপার্টি ট্যাক্সে ছাড়
দিল্লি সরকার প্রপার্টি ট্যাক্স জমা দেওয়া জন্য উৎসাহিত করার জন্য ছাড় দিচ্ছিল যার সময় ৩০ জুন শেষ হয়ে গিয়েছে ৷ ১ জুলাই থেকে প্রপার্টি ট্যাক্স জমা করলে আর ১৫ শতাংশ ছাড় আর দেওয়া হবে না ৷
ডক্টর, ইউটিউবারের উপর টিডিএস লাগু করা হবে
১ জুলাই থেকে চিকিৎসক ও ইনফ্লুয়েন্সার্সের জন্য টিডিএস-এর নয়া নিয়ম লাগু হয়ে গিয়েছে ৷ এবার চিকিৎসকরা সংস্থা থেকে পাওয়া ফ্রি গিফ্টের উপর ট্যাক্স দিতে হবে ৷ একই ভাবে ইউটিউবারদেরও সংস্থার তরফে পাওয়া টাকায় টিডিএস দিতে হবে ৷ অন্যদিকে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সংস্থার তরফে পাওয়া মোবাইল, গাড়ি ইত্যাদির উপর ১০ শতাংশ ট্যাক্স দিতে হবে ৷
আরও পড়ুন: Paytm আনল নয়া ফিচার Photo QR; কী সুবিধা, কীভাবে ব্যবহার করবেন জেনে নিন এখনই!
ডিম্যাট হয়ে যাবে বন্ধ
শেয়ার বাজার ও মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য খোলা ডিম্যাট অ্যাকাউন্টের কেওয়াইসি না করা থাকলে ১ জুলাই থেকে সমস্যায় পড়তে হবে ৷ কেওয়াইসি ছাড়া অ্যাকাউন্ট ১০ দিনের মধ্যে বন্ধ করে দেওয়া হবে ৷ অর্থাৎ কেওয়াইসি না থাকলে শেয়ার বাজারে ট্রেডিং করতে পারবেন না ৷