TRENDING:

৩১ হাজার টাকায় বিক্রি হচ্ছে এই বিশেষ আম !

Last Updated:

পুণেতে সম্প্রতি হওয়া একটি নিলামিতে এক ঝুড়ি আম বিক্রি হয়েছে ৩১ হাজার টাকায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আমকে এমনি এমনি ফলের রাজা বলা হয় না ৷ মাঝে মধ্যে আমের দাম এতটাই বেড়ে যায় কেবল রাজা মহারাজারা সেটা খাওয়ার কথা ভাবতে পারেন ৷ পুণেতে সম্প্রতি হওয়া একটি নিলামিতে এক ঝুড়ি আম বিক্রি হয়েছে ৩১ হাজার টাকায় ৷
advertisement

দেবগড় রত্নাগিরি থেকে হাপুস আমের প্রথম ফসল শুক্রবার পুণের APMC মার্কেটে পৌঁছতেই সেটা কেনার জন্য হুড়োহুড়ি পড়ে যায় ৷ বিক্রেতাও পরিস্থিতির পুরো সদব্যবহার করে আমের নিলামি শুরু করে দেয় ৷ ৫ হাজার টাকা থেকে নিলামি শুরু হয় ৷ শেষ অবধি হাপুস আমের এক ঝুড়ি ৩১ হাজার টাকায় বিক্রি হয় ৷

advertisement

আরও পড়ুন: সাধারণের জন্য বড় ধাক্কা! নির্বাচনের আগেই বাড়তে পারে পেট্রোল ও ডিজেলের দাম

ট্রেডার যুবরাজ কাচি জানিয়েছেন, এটা সিজনের প্রথম আম ছিল ৷ প্রতি বছরই সিজনের প্রথম আমের নিলামির আয়োজন করা হয় ৷ গত ৫০ বছরের তুলনায় এবছরের নিলামিতে সবচেয়ে বেশি টাকা পাওয়া গিয়েছে ৷

আরও পড়ুন: প্যান ও আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে ? জেনে নিন এর কারন .....

advertisement

অন্যান্য আমের ঝুড়িও হাজার হাজার টাকায় বিক্রি হয়েছে

আমের অন্যান্য ঝুড়িও হাজার হাজার টাকায় বিক্রি হয়েছে ৷ একটা ঝুড়ি যেখানে ১৮ হাজার টাকায় বিক্রি হয়েছে তো আরেকটি ঝুড়ি ২১ হাজার টাকায় কিনে নিয়েছেন একজন ৷ ২২,৫০০ টাকায়ও বিক্রি হয়েছে আমের অন্য ঝুড়ি ৷

আরও পড়ুন: চেন্নাই-সহ একাধিক শহরে বদলাল পেট্রোল-ডিজেলের দাম, দেখে নিন কলকাতায় কত হল

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

ব্যবসায়ীদের তরফে একজন জানিয়েছেন করোনা মহামারির জেরে গত দু’বছরে বেশ কঠিন সময় গিয়েছে ৷ ব্যবসায় প্রচুর লোকসান হয়েছে ৷ কিন্তু আসতে আসতে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে ৷ তাই এবার শীঘ্রই ব্যবসা শুরু করতে চাইছেন এবং বেশি দাম আম কিনছেন ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
৩১ হাজার টাকায় বিক্রি হচ্ছে এই বিশেষ আম !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল