দেবগড় রত্নাগিরি থেকে হাপুস আমের প্রথম ফসল শুক্রবার পুণের APMC মার্কেটে পৌঁছতেই সেটা কেনার জন্য হুড়োহুড়ি পড়ে যায় ৷ বিক্রেতাও পরিস্থিতির পুরো সদব্যবহার করে আমের নিলামি শুরু করে দেয় ৷ ৫ হাজার টাকা থেকে নিলামি শুরু হয় ৷ শেষ অবধি হাপুস আমের এক ঝুড়ি ৩১ হাজার টাকায় বিক্রি হয় ৷
advertisement
আরও পড়ুন: সাধারণের জন্য বড় ধাক্কা! নির্বাচনের আগেই বাড়তে পারে পেট্রোল ও ডিজেলের দাম
ট্রেডার যুবরাজ কাচি জানিয়েছেন, এটা সিজনের প্রথম আম ছিল ৷ প্রতি বছরই সিজনের প্রথম আমের নিলামির আয়োজন করা হয় ৷ গত ৫০ বছরের তুলনায় এবছরের নিলামিতে সবচেয়ে বেশি টাকা পাওয়া গিয়েছে ৷
আরও পড়ুন: প্যান ও আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে ? জেনে নিন এর কারন .....
অন্যান্য আমের ঝুড়িও হাজার হাজার টাকায় বিক্রি হয়েছে
আমের অন্যান্য ঝুড়িও হাজার হাজার টাকায় বিক্রি হয়েছে ৷ একটা ঝুড়ি যেখানে ১৮ হাজার টাকায় বিক্রি হয়েছে তো আরেকটি ঝুড়ি ২১ হাজার টাকায় কিনে নিয়েছেন একজন ৷ ২২,৫০০ টাকায়ও বিক্রি হয়েছে আমের অন্য ঝুড়ি ৷
আরও পড়ুন: চেন্নাই-সহ একাধিক শহরে বদলাল পেট্রোল-ডিজেলের দাম, দেখে নিন কলকাতায় কত হল
ব্যবসায়ীদের তরফে একজন জানিয়েছেন করোনা মহামারির জেরে গত দু’বছরে বেশ কঠিন সময় গিয়েছে ৷ ব্যবসায় প্রচুর লোকসান হয়েছে ৷ কিন্তু আসতে আসতে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে ৷ তাই এবার শীঘ্রই ব্যবসা শুরু করতে চাইছেন এবং বেশি দাম আম কিনছেন ৷